• Dubai Flood : খুব প্রয়োজন ছাড়া দুবাইয়ে নয়, পরামর্শ ভারতীয়দের
    এই সময় | ২১ এপ্রিল ২০২৪
  • আবু ধাবি: বৃষ্টি-ঝড়ে বিধ্বস্ত দুবাই এবং সংলগ্ন অঞ্চল। এই পরিস্থিতিতে খুব প্রয়োজন ছাড়া দুবাইয়ে যাওয়া বা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ট্রানজ়িট যেন না করেন ভারতীয় যাত্রীরা, এমন পরামর্শই দিল সংযুক্ত আরব আমিরশাহির ভারতীয় দূতাবাস। গত মঙ্গলবার থেকে রেকর্ড বৃষ্টির সাক্ষী দুবাই এবং সংলগ্ন এলাকা।বিমানবন্দর, রানওয়েও জলের তলায় চলে যায়। আস্তে আস্তে বিমান পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে সংযুক্ত আরব আমিরশাহি।

    ভারতীয় দূতাবাস তাদের নির্দেশিকায় জানিয়েছে, বিমান পরিষেবা স্বাভাবিক করার সব রকম চেষ্টাই চলছে। আপাতত যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন সংশ্লিষ্ট এয়ারলাইন্সের তরফে বিমানের যাত্রার দিন এবং সময় সংক্রান্ত ফাইনাল কনফার্মেশন পাওয়ার পরই এয়ারপোর্টে আসেন।

    ইন্টারন্যাশনাল ট্র্যাভেলের ক্ষেত্রে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই। কিন্তু বৃষ্টির ভোগান্তির জেরে মঙ্গল এবং বুধবার মিলিয়ে সেখানে ওঠানামা করা প্রায় ১,২০০ বিমান বাতিল হয়েছে, ৪১টি বিমানের যাত্রাপথ বদল করা হয়েছে। এই পরিস্থিতিতে খুব জরুরি প্রয়োজন ছাড়া দুবাই সফর না করার পরামর্শই দিচ্ছে ভারতীয় দূতাবাস।

    তবে যে সব ভারতীয় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আটকে পড়েছেন, তাঁদের জন্য ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর চালু করেছে দুবাইয়ের ভারতীয় কনস্যুলেট জেনারেল। এদিকে, দুবাইগামী এবং দুবাই থেকে আসা সব বিমান চলাচল বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।

    এয়ারলাইন্সের বক্তব্য, 'অপারেশন স্বাভাবিক হলেই আমরা ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিট রি-শিডিউল করার ব্যবস্থা করব। ২১ এপ্রিল পর্যন্ত যে সব যাত্রীর বৈধ টিকিট রয়েছে, তাঁদের যাত্রা রি-শিডিউল করা হলে এক দিকের ভাড়া অফ পাবেন আর ক্যান্সেল করলে পুরো রিফান্ড মিলবে।'

    শুধু দুবাই নয়, ইরান-ইজ়রায়েল অশান্তির জেরে ৩০ এপ্রিল পর্যন্ত তেল আভিভেও বিমান পরিষেবা বন্ধ রেখেছে এয়ার ইন্ডিয়া।
  • Link to this news (এই সময়)