সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসির একটি বক্তৃতা। যেখানে দাবি করা হয়েছে সাম্প্রদায়িক মন্তব্য করে হিংসা উস্কে দিচ্ছেন ওয়াইসি। সত্যি কি সাম্প্রতিক সময়ে এমন কোনও বক্তব্য রেখেছেন ওয়াইসি। ফ্যাক্ট চেকের মাধ্যমে উঠে এল সত্যিটা।কী দাবি করা হয়েছে ভাইরাল ভিডিয়োটিতে।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ১৩ এপ্রিল এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির একটি ভাষণ শেয়ার করেছেন। যে ভাষণ শুনে মনে হচ্ছে সাম্প্রদায়িক ভাষণ দিচ্ছেন ওয়াইসি।
পোস্টের ক্যাপশনে লেখা ছিল, 'Listen tell the end' #jaishreeram #bjp #ramnavmispecial #ramnavami2024 #hanumanjanmotsav#hanumanji #reelitfeelit #tredingnow।"
পোস্টটিতে ১.২ লাখের বেশি লাইক সহ একাধিকবার শেয়ারও হয়, বয়ে যায় কমেন্টের বন্যা। ভিডিয়ো ক্লিপটি অনুযায়ী, ওয়াইসি বলেছিলেন, 'উত্তর প্রদেশে সব সময় মুখ্যমন্ত্রী থাকবেন না যোগী আদিত্যনাথ। মোদীও সবসময় প্রধানমন্ত্রী থাকবেন না। সময়ের কারণে আমরা মুসলমানরা নীরব। আমরা আপনাদের অন্যায় ভুলব না। আল্লাহ তাঁর ক্ষমতা দিয়ে তোমাদের ধ্বংস করবেন। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলাবে। তোমাদের কে বাঁচাবে?'
তদন্ত
গুগলে অনুসন্ধানে একই ফ্রেমের একই দাবি সহ আরও কয়েকটি ভিডিয়ো পাওয়া গিয়েছে। ভিডিয়োর একই অংশ একাধিকবার শেয়ার করা হয়েছে এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিয়ো শেয়ার করে একজন ক্যাপশনে লিখেছেন, 'Suno @asadowaisi UKHAD lena #JaiSriRam'। আর এক ব্যবহারী একই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, 'ওঁর পাগল ভাইয়ের ভাষণের সঙ্গে পার্থক্য কোথায়? ওঁর ভাই বলেছিলেন ১৫ মিনিট পুলিশকে ওদের হাতে তুলে দেওয়া হোক, সবাই তখন দেখতে পাবে হিন্দুদের সঙ্গে আমরা কী করতে পারি? ওয়াইসির বক্তব্য থেকেই পরিষ্কার হিন্দুদের হুমকি দিয়েছেন ওয়াইসি।' গুগলে অনুসন্ধান চালানো পর একই ফ্রেমের এই ভিডিয়োটি খুঁজে পাওয়া যায় ২০২১ সালে ১২ ডিসেম্বরে AIMIM-এর অফিসিয়াল পেজে একটি Facebook লাইভে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, ব্যারিস্টার ওয়াইসি কানপুরে শোষিত বঞ্চিত সমাজ সম্মেলনে ভাষণ দিয়েছেন।'
৪৪.৫৮ মিনিটের ভিডিয়োটির মধ্য়ে থেকে ৪০ মিনিট ১৮ সেকেন্ডে থেকে ভিডিয়োটি কাটা হয়েছে। আসল ভিডিয়োটি সম্পাদনার মাধ্যমে নতুন ভিডিয়োটি তৈরি করা হয়েছে। আসল ভিডিওতে আসাদুদ্দিন ওয়াইসি উত্তরপ্রদেশ পুলিশি অত্যাচারের অভিযোগের জন্য সমালোচনা করছেন এবং তাঁদের জিজ্ঞাসা করছেন যে প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী ক্ষমতায় না থাকার পরে তাঁদের কে রক্ষা করবে। যে অংশে তিনি ইউপি পুলিশ এবং পুলিশের নৃশংসতার অভিযোগের কথা উল্লেখ করেছেন সেই অংশটি আলাদা ভাবে কেটে বিভ্রান্তিকর দাবিতে ভাইরাল ভিডিয়োটি ছড়িয়ে দেওয়া হয়েছে।
আসল ভিডিয়োটিতে ওয়াইসিকে বলতে শোনা যায়, 'এখন আমি শওকত সাহেবের থেকে জানলাম কানপুরে রসুলবাদ পুলিশ স্টেশনে মহম্মদ রফিক নামে এক ৮০ বছরের বৃদ্ধের দাড়ি ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া যাওয়া হয় ও তাঁর গায়ে প্রসাব করে দেওয়া হয়। গজেন্দ্র পাল সিং নামে একজন এসআই এই কাজ করেছেন। যদি এটা সত্যি হয় তবে লজ্জার থেকেও বেশি দুঃখ পাব আমি। কেন তাঁর দাড়ি দেখেই টানা হল, কেন আমাদের দাড়ি নিয়ে আপনাদের এত ঘৃণা যে ৮০ বছরের একজন বৃদ্ধের সঙ্গে একাজ করতে হল? আমি এই প্রশ্ন সেই সব পুলিশ অফিসারের কাছে রাখতে চাই।' এরপরের অংশে ওয়াইসিকে বলতে শোনা যায়, 'যোগী সবসময় মুখ্যমন্ত্রী থাকবেন না। মোদীও সবসময় প্রধান মন্ত্রী থাকবেন না। আমরা মুসলমানরা সময়ের কারণে নীরব। আমরা আপনার অন্যায় ভুলব না। আল্লাহ তাঁর শক্তিতে তোমাদের ধ্বংস করবে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হবে। তখন আপনাদের কে বাঁচাতে আসবে?
এছাড়াও ২৪ ডিসেম্বর ২০২১-এও ওয়াইসি ভাইরাল ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন এটি সম্পাদনা করা হয়েছে। তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ওয়াইসি বলেছেন যে তিনি তার বক্তৃতায় পুলিশি নৃশংসতার কথা বলছিলেন। সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর মতো কোনও মন্তব্য করেননি।
সিদ্ধান্ত
এর থেকেই প্রমাণিত হয় যে ভিডিয়ো বর্তমানে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়োটির দাবি সম্পূর্ণ ভাবে ভুয়ো। সাম্প্রতিক সময়ে এমন কোনও মন্তব্য করেননি ওয়াইসি। একটি পুরনো ভিডিয়োর একটি অংশ। মন্তব্যটি কিছু পুলিশ অফিসারের উদ্দেশ্যেই করেছিলেন ওয়াইসি, নির্দিষ্ট কোনও সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে নয়। এর থেকেই প্রমাণিত হয় বর্তমান দাবিতে ছড়ানো ভিডিয়োটি ভুয়ো।