জনগণের মন পেতে মরিয়া প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরা। কেউ জনসাধারণের বাড়ি গিয়ে রান্না করছেন, কেউ স্থানীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন জনসংযোগ সারতে। ভোট বড় বালাই, সেই কথা মাথায় রেখে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন প্রার্থীরা। এ রাজ্যের জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আদিবাসী মানুষের বসবাস। আদিবাসীদের মন ছুঁতে এবার নতুন পন্থা অবলম্বন বাঁকুড়ার বিজেপি প্রার্থীর।আদিবাসী ভোট কোন ঝুলিতে যাবে, সংশয় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। গতবারের লোকসভা নির্বাচনে আদিবাসী ভোট অনেকটাই চলে গিয়েছিল গেরুয়া ভোট বাক্সে। বাঁকুড়া জেলার একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আদিবাসী মানুষের বাস। এবার সেই আদিবাসী সম্প্রদায়ের সমর্থন পেতে অলচিকি ভাষায় দেওয়াল লিখলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার।
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিশেষত রানীবাঁধ, রাইপুর ও তালডাংরা এই তিন বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটার আদিবাসী। সেই আদিবাসীদের মাতৃভাষা সাঁওতালি। সাঁওতালি ভাষার লেখ্য রূপ অলচিকি। আদিবাসীদের মন জয়ের জন্য এবার তাঁদের মাতৃভাষাতেই দেওয়াল লিখন করলেন সুভাষ সরকার। সুভাষ সরকারের দাবি, রাষ্ট্রীয় শিক্ষানীতিতে মাতৃভাষা ও স্থানিক ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ভোট প্রচারের ক্ষেত্রেও তাই সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে গুরুত্ব দেওয়া হল।
Subhas Sarkar Poila Baisakh 2024 : নববর্ষে মা মহামায়ার জন্য সুভাষ সরকারের পদ্ম
পালটা তৃণমূলের কটাক্ষ, বিজেপি সারা দেশে লাগাতার ভাবে আদিবাসীদের অপমান করে চলেছে। তৃণমূল বাঁকুড়া জেলা মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, সেন্ট্রাল ভিস্তা উদ্বোধনে রাষ্ট্রপতিকে আহ্বান জানানো হয়নি, কারণ তিনি আদিবাসী। আর এখন অলচিকি লিপিতে দেওয়াল লিখে আদিবাসীদের কাছে টানার চেষ্টা করছেন সুভাষ সরকার। এতে লাভ হবে না। উল্লেখ্য, এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তী। দলের জেলা সভাপতি তথা তালডাংরার বিধায়কের উপরেই ভরসা রেখেছে দল।
বিজেপি-তৃণমূল এই দড়ি টানাটানির মাঝে আদিবাসীদের দাবি, সাঁওতালি ভাষা ও অলচিকি লিপি তাঁদের কাছে অস্তিত্ব, গর্ব ও পরিচিতি। সেই অলচিকি লিপিতে দেওয়াল লিখন ভালো উদ্যোগ। কিন্তু এ রাজ্যের সাঁওতালি মাধ্যমের পঠন পাঠন ধুঁকছে পরিকাঠামোর অভাবে। ভোটের পরে সেই সমস্যা সমাধানে এই নেতারা উদ্যোগী হলে তবেই তা হবে আদিবাসীদের ভাষার প্রতি সম্মান দেখানো হবে। সাঁওতালি মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগের ব্যাপারে আর্জি জানিয়েছেন তাঁরা।