LSG-Shoriful Islam: বাংলাদশি তারকাকে কোটি কোটি টাকার প্রস্তাব আইপিএল ফ্র্যাঞ্চাইজির! NOC দিল না BCB
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ এপ্রিল ২০২৪
Shoriful Islam and Lucknow Super Giants:
চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএল কমিটি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর টানাপোড়েনের মধ্যেই এবার বিতর্ক দানা বাধল বাংলাদেশের পেসার শরিফুল ইসলামকে ঘিরে। চলতি বছর, ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ শরিফুলকে খেলাতে চাইছিল আইপিএল টিম লখনউ সুপার জায়ান্টস। এনিয়ে শরিফুলের সঙ্গে লখনউয়ের কথাবার্তাও হয়। কিন্তু, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়পত্র দিতে অস্বীকার করায় সেই আলোচনা ভেস্তে যায়। শরিফুল এবং লখনউ বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই ক্রিকেটারকে এনওসি বা ছাড়পত্র দিতে চায়নি বলেই অভিযোগ।