• Unique wedding card video: আইপিএলের উন্মাদনা এবার বিয়ের মঞ্চেও, কার্ড থেকে কাট-আউট জুড়ে শুধুই CSK
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ এপ্রিল ২০২৪
  • বিয়েতে অনন্য কার্ড ছাপিয়ে রাতারাতি ভাইরাল দম্পতি। আমরা সকলেই জানি যে ভারতীয়দের মধ্যে আইপিএলের উন্মাদনা আকাশছোঁয়া । ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষজন টিভির সামনে অথবা মোবাইল স্ক্রিনে নিজের প্রিয় দলকে সাপোর্ট করতে তাদের পারফরম্যান্স দেখতে সব কাজ ছেড়ে বসে পড়েন। এমনই এক অন্ধ ভক্তের বিয়ের আমন্ত্রণপত্র ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)