• পাঞ্জাবে মেয়াদ উত্তীর্ণ চকোলেট খেয়ে রক্তবমি দেড় বছরের শিশুর...
    আজকাল | ২১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ চকোলেট খেয়ে বিপত্তি। দেড় বছরের শিশুর রক্তবমি। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের পাটিয়ালায়। শিশুটিকে তখনি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে পরিবারের সঙ্গে শিশুটি এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। তাঁর জন্য একটি চকোলেটের বাক্স কিনে আনে তাঁর আত্মীয়। সেটি স্থানীয় একটি দোকান থেকে কিনে আনা হয়েছিল। চকোলেট খাবার খানিক পর থেকেই মুখ থেকে রক্ত বের হতে শুরু করে শিশুটির। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়ে তাঁর পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। চিকিৎসকরা পরীক্ষা করে জানায় বিষাক্ত খাবার খাওয়ার কারণেই এই অবস্থা হয়েছে। শিশুটির পরিবার থানা এবং স্বাস্থ্য বিভাগে লিখিত অভিযোগ দায়ের করে। তখনি তাঁরা সেই দোকানে যায় এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে। এরপর স্বাস্থ্য বিভাগ জানায় দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করত দোকানদার। দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ বহু সামগ্রী সংগ্রহ করা হয়। অভিযুক্ত দোকানদারকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। 
  • Link to this news (আজকাল)