• স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনতে সন্দেশখালিতে সিবিআই
    আজকাল | ২১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের মাঝেই সন্দেশখালিতে সরেজমিনে তদন্তে সিবিআই। জানা গিয়েছে, সিবিআইয়ের কাছে বহু লিখিত অভিযোগ জমা পড়েছে। সেই সমস্ত অভিযোগের কথা সরাসরি অভিযোগকারীদের মুখ থেকেই শুনতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। এর আগে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, সন্দেশখালির বাসিন্দারা চাইলে সিবিআইকে তাঁদের অভিযোগের কথা জানাতে পারেন। তারপর থেকেই একের পর এক অভিযোগ জমা পড়েছে সিবিআইয়ের কাছে। তার ভিত্তিতেই সিবিআইয়ের দুটি দল এদিন সন্দেশখালি পৌঁছায়। শাহজাহান শেখ এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে জমি দখল এবং নারী নির্যাতনের বহু অভিযোগ জমা পড়েছে। বর্তমানে সন্দেশখালি কাণ্ডের প্রধান অভিযুক্ত এবং তার শাগরেদরাও জেলে বন্দি। তবে সেখানকার মানুষদের কথা শুনতে আদালতের তরফে একটিৌ ইমেল চালু করার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। নাম পরিয়র গোপন রেখেই ইমেল করতে পারেন বাসিন্দারা। জানা গিয়েছে, সেখানেই বহু অভিয়োগ জমা পড়েছে। এরপরেই এদিন জোড়া দল নিয়ে সন্দেশখালি পৌঁছায় সিবিআই।ঁছায়।
  • Link to this news (আজকাল)