'প্রথম দফায় ৩ আসনেই জিতছে তৃণমূল'! ইটাহারের জনসভায় ঘোষণা অভিষেকের!
২৪ ঘন্টা | ২১ এপ্রিল ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় প্রথম দফায় লোকসভা ভোটে 'সার্জিক্যাল স্ট্রাইক'। 'বিজেপি ভোকাট্টা! ৩-০ শূন্য় হতে চলেছে তৃণমূলের পক্ষে', উত্তর দিনাজপুরের ইটাহারের জনসভা থেকে ঘোষণা করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। গতকাল, শুক্রবার প্রথম দফায় ভোট হল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। গতবার এই তিনটি কেন্দ্রেরই জিতেছিল বিজেপি।আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফাতে ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে। এদিন বালুরঘাটে লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর দিনাজপুরের ইটাহারে রোড-শো করেন অভিষেক। সেই রোড-শো শেষে জনসভায় তিনি বলেন, 'বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে যদি সুকান্তবাবু আগামিদিন যেতে, আগেরবার যেমন একশোর দিনের টাকা বন্ধ করেছিল, এবার মানুষের মাছ-মাংস খাওয়া এরা বন্ধ করবে। আমি বলছি না, ৩ দিন আগে কোচবিহারের বিজেপির জেলার সভানেত্রী কৃপা চক্রবর্তী, বিজেপি ছোট-বড়, রাজ্যস্তরের নেতাদের স্টেজে বসিয়ে বলেছে, বিজেপি যদি বাংলায় ভালো ফল করে, তাহলে ৩ মাসের মধ্যে বিজেপিই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। ফলস্বরূপ দেখেছেন কালকে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মহিলাদের ঢল নেমেছে রাস্তায়'।অভিষেকের দাবি, মায়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে। লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা গড়ে তুলেছেন। গতকাল ৩টে লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। বিজেপি ভোকাট্টা! ৩-০ শূন্য় হতে চলেছে তৃণমূলের পক্ষে। মোদীজী ২০১৯ সালে বসেছিল না, সার্জিকাল স্ট্রাইক। কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে, বাংলা বিরোধীদের ঘরে ঢুকে, কোচবিহারের মানুষ, জলপাইগুড়ির মানুষ আর আলিপুরদুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে'।