'অপেক্ষা করে থাকুন', ভোটের প্রচারে এবার বোমা-হুঙ্কার শুভেন্দুর!
২৪ ঘন্টা | ২১ এপ্রিল ২০২৪
মৌমিতা চক্রবর্তী: 'আগামী সপ্তাহের শুরুতে এমনটা একটা বোম পড়বে যে, তৃণমূল বেসামাল হয়ে যাবে'। ভোটের প্রচারে মালদহে গিয়ে এবার হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, 'অপেক্ষা করে থাকুন'। জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।
শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। গতকাল, শুক্রবার প্রথম দফায় ভোট হল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। ৭ মে তৃতীয় দফায় ভোট হবে মালদহে। এদিন রতুয়া নির্বাচনী জনসভায় শুভেন্দু বলেন, 'আগামী রবিবার, আগামী শনিবার, শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলব না। আগামী সপ্তাহের শুরুতে এমনটা একটা বোম পড়বো যে, তৃণমূল বেসামাল হযে যাবে। তৃণমূল কুলকিনারা পাবে না। সেই ব্য়বস্থা হতে যাচ্ছে। অপেক্ষা করে থাকুন'।রাজ্যে তখন সদ্য তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। ২০২২ সালের ডিসেম্বরেও 'সরকার ফেলা'র হুমকি দিয়েছিলেন শুভেন্দু। একাধিক জনসভায় বিরোধী দলনেতাকে বলতে শোনা গিয়েছিল, '১২, ১৪, ২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ'। এরপর ১২ ডিসেম্বর হাজরার জনসভায় সেই শুভেন্দু-ই বলেছিলেন, 'তৃণমূল ভেঙে সরকার গড়তে চাই না। ডিসেম্বরের ধামাকায় সরকার ফেলব না'।তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, 'এক ফেরববাজ, সারদার এফআইআরে নাম থাকা, নারদার তোলাবাজ তাঁর কথায় কোনও গুরুত্ব আছে! এর আগে,৩ বার সরকার ফেলার হুমকি দিয়েছে। গতবছর ডিসেম্বর মাসেও ৩ বার তারিখ দিয়েছিল'। সঙ্গে কটাক্ষ, 'পরেরবার চারশো পার নয়, দূর থেকে নমস্কার। আর শুভেন্দু অধিকারী, এখনকার যে নতুন বাবা হয়েছে, সিবিআই-ইডি-আয়কর দফতর, ২ মাস পর নরেন্দ্র মোদীর সাথে সাথে তারা বিদায় নেবে। তখন শুভেন্দু অধিকারী স্থান, তাঁর জায়গায় জেলের ভিতরে চলে যাবে'।এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় 'কালীঘাটে কাকু' ওরফ সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা এখন ইডি-র হাতে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'কাকুর কণ্ঠস্বর স্পষ্ট হলে, কার থেকে কোথায় গিয়ে কাকে দিচ্ছে, লিপস অ্যান্ড বাউন্সস কোথায় কীভাবে কী করছে, কাকুর কণ্ঠস্বরে তো স্পষ্ট। কী বোমা ফাটানো বলছেন, আমি জানি না। কিন্তু কোর্টের নির্দেশে তদন্তে তৃণমূল একেবারেই বিপদে মধ্যে পড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। গোটা রাজ্যটা, ভয়াবহ অবস্থা'।