• নারিনকে দরাজ সার্টিফিকেট, কেকেআর সমর্থকদের প্রশংসায় গম্ভীর...
    আজকাল | ২১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গুরু গৌতম সবসময়ই গম্ভীর। প্রায় কখনোই হাসতে দেখা যায় না তাঁকে। মাঠের বাইরেও এক। কোনও অনুষ্ঠানে গেলেও সবসময় গম্ভীর। কিন্তু নাইটদের মেন্টরকে একটি সাক্ষাৎকারে হাসতে দেখা গিয়েছে। তাঁকে হাসতে দেখে উচ্ছ্বসিত অনুষ্ঠানের উপস্থাপক। গম্ভীরের উদ্দেশে তিনি বলেন, "আপনার হাসিটা খুব সুন্দর।" এই কমপ্লিমেন্ট শুনে কিছুটা বিব্রত বোধ করেন নাইটদের মেন্টর। জবাবে বলেন, "ধন্যবাদ। আমার স্ত্রীও কোনওদিন আমাকে এইভাবে বলেনি।" অধিকাংশ সময়ই গম্ভর মুখে দেখা যায় তাঁকে। খেলোয়াড় জীবন কাটিয়ে পদার্পণ করেছেন কোচিং জীবনে, কিন্তু ধারা বদলায়নি। অধিকাংশ সময়ই মুখে হাসি নেই। দেখে মনে হয় গোটা পৃথিবীর দায়িত্ব তাঁর কাঁধে। একরাশ বিরক্তি। কিন্তু এমন মানতে নারাজ জিজি। কেকেআরের মেন্টরের দাবি, সবসময় মোটেই তিনি এরকম মেজাজে থাকেন না। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, "একজনকে দেখে তাঁর সম্পর্কে নানান ধারণা তৈরি হয়। অথচ তাঁর সম্বন্ধে ঠিক করে জানার চেষ্টা করা হয় না। আমাদের দেশে মানুষের ধারণা পরিবর্তন করা খুবই কঠিন। আমাকে না জানলেও, আমার সম্বন্ধে নিজস্ব ধারণা তৈরি করে নেয়। আমাকে কেন মাঠে হাসতে হবে? মানুষ আমার হাসি দেখতে মাঠে আসে না, কেকেআরের জয় দেখতে আসে।" আগের দিন রাজস্থানের বিরুদ্ধে সেই জয় অধরা থেকে গিয়েছে। রবিবার টেবিলের লাস্টবয়দের বিরুদ্ধে আবার জয়ে ফিরতে মরিয়া নাইটরা। সুনীল নারিনের ভূয়সী প্রশংসা করেন কেকেআরের মেন্টর। দাবি, আইপিএলে তাঁর দেখা সেরা বোলার তিনি। ১৩ বছর আগে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরে প্রথমবার নারিনকে দেখেন কেকেআরের মেন্টর। গম্ভীর বলেন, "সবে সাত, আটটা বল খেলেছি। তখনই বুঝেছিলাম ও টি-২০ ক্রিকেটের কিংবদন্তি হয়ে উঠবে। এখন কোথায় পৌঁছে গিয়েছে দেখুন। আইপিএলের ইতিহাসের সেরা বোলার নারিন।" কেকেআরের সমর্থকদের দরাজ সার্টিফিকেট জিজির। তাঁদের সেরার তকমাও দিলেন। গম্ভীর বলেন, "আমি মনে করি, কেকেআরের সমর্থকরাই সেরা। ইতিহাস ঘাঁটলে সেটা বোঝা যাবে। প্রথম তিন বছর ব্যর্থতা সহ্য করতে হয়েছে। কঠিন সময়ও সমর্থকরা পাশে থেকেছে।" গম্ভীরের সঙ্গে সম্পর্ক ভাল না ধোনির। ২০১১ বিশ্বকাপের পর যা প্রকাশ্যে চলে আসে। এদিন কেকেআরের পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তাঁর কথার বিরোধিতা করেন গম্ভীর। ধোনি প্রায়ই বলেন, তিনি প্রক্রিয়ায় বিশ্বাসী। যেই কারণে নিজে থাকতে থাকতেই নেতৃত্বের ভার তুলে দেন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। তবে এই বিষয়ে ভিন্ন মেরুতে গম্ভীর। তিনি বিশ্বাসী রেজাল্ট। গম্ভীর বলেন, "আমার কাছে রেজাল্টই আসল। প্রক্রিয়ায় আমি বিশ্বাসী নই। মানুষ আসে কেকেআরের জয় দেখতে।" মালিক হিসেবে শাহরুখ খানের প্রশংসা করেন জিজি। ২০১৪ আইপিএলে টানা চারটে ম্যাচ হেরেছিল নাইটরা। রান পাননি গম্ভীর। দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছিলেন। কিন্তু শাহরুখের হস্তক্ষেপে সেটা হয়নি। কিং খান বলেন, "যতদিন আমি আছি, তুমি এইসব কিছু ভাববে না।" আরসিবির বিরুদ্ধে গুরুত্বপুর্ণ ম্যাচে নামার আগে কেকেআরের পডকাস্টে এমন অনেক গোপন তথ্য ফাঁস করেন নাইটদের মেন্টর। ছবি: অভিষেক চক্রবর্তী
  • Link to this news (আজকাল)