ডিডি নিউজের লোগোর 'গৈরিকীকরণ'! পুরনো রং ফেরানোর দাবি মমতার
এই সময় | ২১ এপ্রিল ২০২৪
দূরদর্শনের হিন্দি চ্যানেলের লোগোর রঙের ক্ষেত্রে গৈরিকীকরণ নিয়ে এবার ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী ভাবে কেন্দ্রের সম্প্রচার মন্ত্রক নির্বাচন চলাকালীন এই সিদ্ধান্ত নিল? তা নিয়ে প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে শনিবার বিশেষ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অবিলম্বে পুরনো নীল রং ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করেন তিনি।এক্স হ্যান্ডেলে ঠিক কী লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
শনিবার এক্স হ্যান্ডেলে রাজ্যের মুখ্যমন্ত্রী লেখেন, 'সারা দেশে ভোট চলছে। সেই সময় আচমকাই আমাদের দূরদর্শনের লোগোর ক্ষেত্রে গৈরিকীকরণ করায় আমি অবাক। এটা অনৈতিক যে শুধু তাই নয়, বেআইনিও বটে। ন্যাশানাল পাবলিক ব্রডকাস্টারের BJP পন্থী কাজকর্মকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই পদক্ষেপ।'
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, 'কী ভাবে ভোটের সময় নির্বাচন কমিশন এই পদক্ষেপ করতে দিল? নির্বাচন কমিশনের উচিত তা এখনই থামানো এবং দূরদর্শনের লোগোর আগের রং ফিরিয়ে দেওয়া হোক।'
বিতর্কের সূত্রপাত
ডিডি ন্যাশনালের লোগোর রং বদল নিয়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যদিও প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী এই বিষয়ে যুক্তি দিয়েছেন। তাঁর দাবি, এই রং গেরুয়া নয়, কমলা। ডিডির লোগোর রং মাঝে মধ্যে বদলানো হয় বলেও দাবি করেছেন তিনি। কমলা, হলুদ এবং কালো রং সবথেকে বেশি নজর কাড়ে বলেও মন্তব্য করেন তিনি।
গত বছরও ডিডি ন্যাশনাল-ডিডি ইন্ডিয়ার লোগোর ক্ষেত্রে রং বদল হয়েছিল বলে জানান তিনি। সেই সময় কেউ প্রশ্ন তোলেননি এই মন্তব্য করে প্রসার ভারতীয় সিইও-র সংযোজন, 'আমরা স্টুডিওর ক্ষেত্রে অনেক বদল এনেছি। আধুনিক করা হয়েছে। কিন্তু, তা নিয়ে কেউ আলোচনা করছে না।’
এদিকে ডিডি নিউজের লোগোর রং বদল নিয়ে সম্প্রতি প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জহর সরকার আক্রমণ করেছিলেন মোদী সরকারকে। তিনি জানিয়েছিলেন, এই বদলে তিনি 'ব্যাথিত'।
উল্লেখযোগ্যভাবে, DD News-এর অফিসিয়াল পেজ থেকে বলা হয়, তাঁদের আদর্শ এক রয়েছে। তবে এক নতুন অবতারে তারা হাজির। এমন এক সংবাদ যাত্রা যা আগে কখনও দেখেননি দর্শক, তার জন্য প্রস্তুত থাকার বার্তাও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ১৯৭৬ সালে ১ এপ্রিল দূরদর্শন আত্মপ্রকাশ করে। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই লোগোটি পছন্দ করেন। সেই লোগো আজও রয়ে গিয়েছে।