Lok Sabha Election 2024 Live : হাইভোল্টেজ রবিবার, উত্তরবঙ্গে সভা মমতা-শাহ-রাজনাথের, রানাঘাটে প্রচার অভিষেকের
এই সময় | ২১ এপ্রিল ২০২৪
দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে ভোটগ্রহণ হতে চলেছে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং কেন্দ্রে। তার জন্য ইতিমধ্যেই জমে উঠেছে প্রচার। একদিকে যেমন আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি রয়েছে, তেমনই এদিন রাজ্যে অমিত শাহ ও রাজনাথ সিং।>রাজবাড়ির অন্দরমহল ছেড়ে ভোট চাইতে এবার বাজারে বাজারে ঘুরছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। জেলায় জেলায় চলছে দাবদাহ। তাই সকালসকাল প্রচারে বেরিয়ে পড়ছেন বিজেপি প্রার্থী। রবিবার বস্ত্রবাজারে প্রচারসারেন 'রানিমা'। আর রানিমাকে কাছে পেয়ে সেলফি তোলার ভিড় সাধারণ মহিলাদের।
>এবার জনসংযোগ কর্মসূচীর অঙ্গ হিসেবে পথচলতি মানুষ ও বাসযাত্রীদের হাতে ছোলা এবং পানীয় জল তুলে দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। রবিবার বাঁকুড়া শহরের লালবাজারে দলীয় জলছত্রে উপস্থিত থেকে এই কর্মসূচিতে অংশ নেন তিনি।
দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারে আজও মুখ্যমন্ত্রী মমতা থাকছেন উত্তরবঙ্গে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা বালুরঘাটে এবং দ্বিতীয় সভা রায়গঞ্জে। বালুরঘাটের দলের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে প্রচার করবেন মমতা। অন্যদিকে, রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে প্রতার কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। এদিকে আবার রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর হয়ে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন মুকুটমণি। তাঁকে রানঘাট কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল।
অন্যদিকে আজই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা করবেন তিনি। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে প্রচার সভা রয়েছে শাহের। এর আগে বালুরঘাটে সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি লোকসভা ভোটের প্রচেরে আজই প্রথম রাজ্যে রাজনাথ সিং। এদিন মালদহ এবং মুর্শিদাবাদে সভা করবেন রাজনাথ। এছাড়াও তাঁর সভা রয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রেও।