৬২২ কোটির মালিক ধনীতম প্রার্থী, লোকসভা ভোটের দ্বিতীয় দফায় কোটিপতিদের ভিড়, তালিকায় কোন দলের কে?
এই সময় | ২১ এপ্রিল ২০২৪
২৭৮ কোটি৭১৫ কোটি টাকার সম্পত্তি নিয়ে প্রথম দফায় সক্কলকে পিছনে ফেলে ধনীতম লোকসভা প্রার্থী ছিলেন নকুল নাথ। এবার দ্বিতীয় দফায় কমল নাথের পুত্রকে জোর টক্কর দিচ্ছেন কংগ্রেসেরই ভেঙ্কটারামানে গৌড়া। কর্নাটকের মাণ্ড আসনের এই প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ ৬২২ কোটি টাকা। তিনিই দ্বিতীয় দফার ধনীতম প্রার্থী।অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (ADR) তথ্য বলছে, ভেঙ্কটারামানে গৌড়ার পর কংগ্রেসের বেঙ্গালুরু গ্রামীণ আসনের প্রার্থী ডি কে সুরেশ ধনীতম। তিনি কংগ্রেস নেতা তথা কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের ভাই। হলফনামায় নিজের সম্পত্তির পরিমাণ ৫৯৩ কোটি টাকা উল্লেখ করেছেন তিনি।
তৃতীয় স্থানে রয়েছেন BJP-র উত্তর প্রদেশের মথুরা কেন্দ্রের প্রার্থী হেমা মালিনী। তাঁর সম্পত্তির পরিমাণ ২৭৮ কোটি।
প্রার্থীদলআসনসম্পত্তির পরিমাণভেঙ্কটারামানে গৌড়াকংগ্রেসকর্নাটকের মাণ্ড৬২২ কোটি টাকাডি কে সুরেশকংগ্রেসবেঙ্গালুরু গ্রামীণ৫৯৩ কোটি টাকাহেমা মালিনীBJPউত্তর প্রদেশের মথুরা২৭৮ কোটিআগামী ২৬ এপ্রিল ১৮তম লোকসভার দ্বিতীয় পর্বের ভোট। এই পর্বে ১২টি রাজ্যের মোট ১১৯৮ জন প্রার্থী ভোটে লড়বেন। তার মধ্যে ১১৯২ জনের হলফনামা খুঁটিয়ে দেখেছে ADR। কেরালার ছয় প্রার্থী হলফনামার স্ক্যান কপি না মেলায় তাদের সম্পত্তির পরিমাণ জানা যায়নি। ADR-এর রিপোর্ট বলছে, ১১৯২ জন প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ৩৯০ জন অর্থাৎ ৩৩ শতাংশই কোটিপতি। এদিকে, ছয়জন এমন প্রার্থী রয়েছেন যারা জানিয়েছেন, কোনও সম্পত্তি নেই তাঁদের।
সবচেয়ে দরিদ্রদের মধ্যে দ্বিতীয় দফায় রয়েছেন মহারাষ্ট্রের নান্দেরের নির্দল প্রার্থী লক্ষ্মণ নাগোরাও পাটিল, কেরালার কাসারগড়ের নির্দল প্রার্থী রাজেশ্বরী কে আর এবং আমরাবতীর প্রার্থী প্রুতভিশমরত মুকিন্দরাও। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৫০০ টাকা, ১০০০ টাকা এবং ১০০০ টাকা।
প্রার্থীদলআসনসম্পত্তির পরিমাণলক্ষ্মণ নাগোরাও পাটিলনির্দলমহারাষ্ট্রের নান্দের৫০০ টাকারাজেশ্বরী কে আরনির্দলকেরালার কাসারগড়১০০০ টাকাপ্রুতভিশমরত মুকিন্দরাওনির্দলআমরাবতী১০০০ টাকাADR-এর তথ্য আরও জানাচ্ছে, ১৪০ জন প্রার্থী রয়েছেন দ্বিতীয় দফায় যাদের সম্পত্তি পাঁচ কোটি টাকার বেশি। ১১২ জন রয়েছেন যাদের সম্পত্তি দু'কোটি থেকে পাঁচ কোটির মধ্যে। আবার ৩৫৩ জন প্রার্থী জানিয়েছেন তাঁদের সম্পত্তির পরিমাণ ১০ লাখ টাকার কম।
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ৫ কোটি ১৭ লাখ টাকা।