Lok Sabha Elections 2024: রাঁচির সমাবেশেই রবিতে 'ইন্ডিয়া'র ঘোষণাপত্র প্রকাশ?
এই সময় | ২১ এপ্রিল ২০২৪
এই সময়, নয়াদিল্লি: প্রথম দফার ভোট মিটেছে। লোকসভা ভোটের বাকি ছ'দফায় বিজেপি-বিরোধী লড়াইকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আজ, রবিবার রাঁচিতে ফের সমাবেশ আয়োজন করছে 'ইন্ডিয়া' জোট৷ এই সমাবেশ থেকে 'ইন্ডিয়া' জোটের তরফে সম্মিলিত ঘোষণাপত্র প্রকাশ করা হতে পারে বলেও দাবি একাধিক সূত্রের৷মার্চের শেষে দিল্লির রামলীলা ময়দানে জোট-সমাবেশের মূল হোতা ছিল আম আদমি পার্টি। আবগারি-মামলায় ইডির হাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের 'অন্যায়' গ্রেপ্তারির প্রতিবাদে সমস্বরে আপ-কে সমর্থন জানিয়েছিল ২৭টি বিরোধী রাজনৈতিক দল৷ রাঁচি সমাবেশের আয়োজক রাজ্যের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম৷ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকেও আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে ইডি৷ এই পরিস্থিতিতে হেমন্ত-পত্নী কল্পনা সরেনের ডাকে সাড়া দিয়ে রাঁচির প্রভাত ময়দানে বিরোধী দলের নেতা-নেত্রীরা কেজরির মতো হেমন্তের প্রতিও নৈতিক সমর্থন জানাবেন বলে অনুমান বিশেষজ্ঞদের একাংশের। সেই মর্মে কেন্দ্রীয় এজেন্সিগুলির 'অতি-সক্রিয়তার' বিরুদ্ধেও তাঁরা একযোগে সরব হবেন বলে মনে করা হচ্ছে।
জেএমএম প্রতিনিধি হিসেবে দিল্লির রামলীলা ময়দানের সভায় গিয়েছিলেন কল্পনা সরেন৷ 'ইন্ডিয়া' জোট সূত্রের দাবি, এ বার রাঁচি সমাবেশে আপ-এর তরফে থাকতে পারেন তিহাড় জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা৷ জেএমএমের আমন্ত্রণে আয়োজিত এই সমাবেশের নাম দেওয়া হয়েছে 'উলগুলান ন্যায় সভা৷ কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপি, শিবসেনা(উদ্ধব গোষ্ঠী), সিপিআই, সিপিএম, ন্যাশনাল কনফারেন্স, আম আদমি পার্টি, ডিএমকে-সহ বিরোধী শিবিরের তাবড় নেতাদের উপস্থিতিতে রাঁচির সমাবেশে সম্মিলিত ঘোষণাপত্র প্রকাশ করা হলে, সেখানে নতুন কী কী ইস্যুর উল্লেখ থাকে, সে দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের৷
বঙ্গের শাসকদল তৃণমূলের তরফে এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন বঙ্গের বিধায়ক তথা প্রাক্তন সাংসদ বিবেক গুপ্তা৷ সূত্রের খবর, কল্পনা নিজে তৃণমূল-সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে রাঁচির সমাবেশে উপস্থিত থাকার অনুরোধ করলেও নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় রাঁচি যেতে পারছেন না। রাঁচি যেতে পারছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ এই মর্মেই তৃণমূল সূত্রের দাবি, বাংলায় 'ইন্ডিয়া' জোটের আসন সমঝোতা না-হলেও তৃণমূল জোটেই ছিল, আছে এবং থাকবে৷ কেজরিওয়ালের মতো তাঁরা সরেনের গ্রেপ্তারিরও তীব্র নিন্দা করছেন এবং এই মর্মে 'ইন্ডিয়া' জোটের শরিকদের সঙ্গে সর্বাত্মক প্রতিবাদে সামিল হচ্ছেন বলেও এদিন জানানো হয়েছে তৃণমূলের তরফে৷