• রায়বেরিলি, আমেঠি নিয়ে আজ বৈঠক?
    এই সময় | ২১ এপ্রিল ২০২৪
  • এই সময়, নয়াদিল্লি: প্রথম দফার ভোট মিটে গিয়েছে। উত্তরপ্রদেশের এক সময়ের শক্তঘাঁটি আমেঠি এবং রায়বেরিলিতে এখনও প্রার্থী দিতে পারেনি কংগ্রেস হাইকম্যান্ড। আমেঠি আসনে ২০১৯-এর ভোটে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে ৫৫,০০০-এর বেশি ভোটে হেরেছিলেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী৷ অন্যদিকে, রায়বেরিলির আসনটি ছেড়ে রাজ্যসভায় গিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। এই দুই আসন নিয়ে কংগ্রেসকে বিঁধতে মাঠে নেমেছে বিজেপি। শনিবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষ করে বলেছেন, 'কংগ্রেস তো একটা পরিবারের উপর নির্ভর করেই টিকে রয়েছে। এই প্রথমবার সেই পরিবার তাদের নিজস্ব নির্বাচনী কেন্দ্রে কোনও কংগ্রেস প্রার্থীকে ভোট দিতে পারবে না! কারণ সেখানে দেওয়ার মতো কোনও প্রার্থীই কংগ্রেসের নেই!' এই কটাক্ষের মুখে আজ, রবিবার নয়াদিল্লিতে দলীয় সদর দপ্তরে বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি৷ দলীয় সূত্রের দাবি, অন্য কয়েকটি আসনের পাশাপাশি উত্তরপ্রদেশের আমেঠি এবং রায়বেরিলিতেও কে কে প্রার্থী হতে পারেন, তা স্থির করা হবে এই বৈঠকে৷উত্তরপ্রদেশের এই দু'টি আসনে কংগ্রেসের এখনও প্রার্থী না দেওয়ার ঘটনাকে হাতিয়ার করে লাগাতার তোপ দাগছে বিজেপি শিবির৷ শনিবার সরাসরি সনিয়াকে বিঁধে মোদী আরও বলেন, 'ইন্ডিয়া জোটের নেতারা আর লোকসভায় লড়াই করার সাহস দেখাচ্ছেন না৷ রাজ্যসভায় চলে যাচ্ছেন৷ এদের অবস্থা এতটাই খারাপ যে ওই পরিবার কংগ্রেসকে ভোটে জেতাতেও পারবে না৷' এর জবাব অবশ্য দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল৷ তাঁর মতে, 'শুধু আমেঠি এবং রায়বেরিলি নয়, অন্য বেশ কয়েকটি আসনের প্রার্থী বাছাইয়ের কাজ বাকি৷ এটা লম্বা নির্বাচন৷ এখানে প্রার্থীরা ব্যক্তিগত ভাবে খুব কম টাকা খরচ করতে পারবেন৷ দল হিসেবে আমাদের টাকার জোর কম৷ আমেঠি, রায়বেরিলির মতো আসনে মনোনয়ন দেওয়ার জন্য এখনও হাতে সময় আছে৷' প্রসঙ্গত, আমেঠি এবং রায়বেরিলিতে ভোটগ্রহণ ২০ মে৷

    আমেঠি থেকে কি এবার তিনি দাঁড়াবেন না? অখিলেশ যাদবের সঙ্গে গাজিয়াবাদের যৌথ সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল রাহুল গান্ধীকে। জবাবে তিনি বলেন, 'কংগ্রেসের সভাপতি যেমনটা নির্দেশ দেবেন, তেমনটাই হবে। তাছাড়া আমাদের প্রার্থী বাছাই হয় কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকে।' দ্বিতীয় আসনে লড়াইয়ের প্রসঙ্গ সাংবাদিক বৈঠকে সুন্দর ডজ করে বেরিয়ে যান তিনি। তবে রাহুলের ইঙ্গিতমাফিক রবিবারই কি আমেঠির প্রার্থী নির্বাচনের জন্য বসতে চলেছে কংগ্রেসের সেই সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক?
  • Link to this news (এই সময়)