• গুড় বাতাসা নয়, গরমে ভোটারদের জল ছোলা খাওয়ালেন সুভাষ সরকার
    এই সময় | ২১ এপ্রিল ২০২৪
  • একটা সময় ভোটে গুড় বাতাসা বা নকুলদানা খাওয়ানোর কথা বলে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। আর এবার পথচলতি মানুষকে ছোলা এবং পানীয় জল খাওয়ালেন বাঁকুড়া বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। জনসংযোগ কর্মসূচীর অঙ্গ হিসেবে রবিবার পথচলতি মানুষ ও বাসযাত্রীদের হাতে ছোলা এবং পানীয় জল তুলে দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।

    নিজে হাতে ছোলা ও জল বিতরণএদিন বাঁকুড়া শহরের লালবাজারে দলীয় জলছত্রে উপস্থিত থেকে এই কর্মসূচীতে অংশ নেন সুভাস সরকার। নিজে হাতে জলের গ্লাস ও ছোলা মানুষের হাতে তুলে দেন তিনি। সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকেরা। একইসঙ্গে ওই জলছত্র থেকেই মানুষকে বেশি করে জলপান বা নুন চিনির সরবৎ খাওয়ার পরামর্শও দেওয়া হয়।

    মানুষকে বেশি করে জল খাবার বার্তা সুভাষেরএদিন সুভাস সরকার বলেন, 'বাঁকুড়া সহ বেশকয়েকটি জেলায় গরমের কারণে রেড অ্যালার্ট ও পার্শ্ববর্তী কিছু দেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই জন্য সকালবেলায় মানুষকে জল দিয়ে ও সঙ্গে ছোলা ভেজান দিয়ে সমাজে বার্তা দিতে চাইছি যে মানুষের বেশি করে জল খাওয়া উচিত। পাশাপাশি অন্যান্য সংস্থারও পথে জলছত্র খোলা উচিত, যাতে মানুষ বাড়ি থেকে বেরিয়ে একটু জল খায়।'তীব গরমে ফুটিফাটা দক্ষিণবঙ্গপ্রসঙ্গত, তীব্র গরমে পুড়ছে বাংলার বেশকিছু জেলা। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন দেলায় তীব্র দাবদাহ। তার মধ্যেও পশ্চিমের জেলাগুলি, অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে পরিস্থিত ভয়াবহ আকার ধারণ করেছে। কার্যত সকাল ৬টা - ৭টা থেকেই রোদের তেজে রাস্তায় বের হওয়া যাচ্ছে না। বিশেষ প্রয়োজন ছাড়া রোদের মধ্যে মানুষকে বাইরে বের না হওয়ারই পরামর্শ দেওয়া হচ্ছে। আর যদি রাস্তায় বের হতেও হয়, তাহলেও ছাতা, টুপি ও রোদচশমা ব্যবহার করার কথা বলা হচ্ছে।

    তীব্র গরমেই চলছে প্রচারএদিকে এরই মাঝে চলছে ভোটের প্রচার। তীব্র গরমের মধ্যেই জন সংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সঙ্গে থাকছেন নেতা কর্মীরাও। প্রচারের মাঝেই যতটা সম্ভব জল, সরবৎ বা জলীয় খাবার খেয়ে শরীর সুস্থ রাখার চেষ্টা করছেন প্রার্থীরা। দুপুরে সারছেন হালকা খাওয়াদাওয়া। এমনকী কখনও কোনও কর্মীর বাড়িতেই কিছুটা বিশ্রাম নিচ্ছেন প্রার্থীরা।
  • Link to this news (এই সময়)