• Heat Stroke: ‘হিট স্ট্রোক’ বুঝবেন কীভাবে? প্রাণঘাতী এই পরিস্থিতি এড়াবেন কী করে? জানুন চিকিৎসকের পরামর্শ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ এপ্রিল ২০২৪
  • Heat Stroke:

    জ্বালাপোড়া গরমে শরীর সেদ্ধ হওয়ার জোগাড়। ফি দিন তাপমাত্রা নতুন নতুন রেকর্ড তৈরি করছে। দক্ষিণবঙ্গজুড়ে যেন আগুন ঢালছে সূর্য। তীব্র গরমে গায়ে ফোস্কা পড়ার জোগাড় হয়েছে। এই পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ এই শব্দবন্ধের সঙ্গে বাঙালির পরিচয় বোধ হয় এবারই প্রথম। সব মিলিয়ে গ্রীষ্মের আগুনে মেজাজে দিশেহারা বঙ্গবাসীর একটা বড় অংশ। এই পরিস্থিতিতেই শরীর বিকল হওয়ার আশঙ্কাও বাড়ছে। বাড়ছে হিট স্ট্রোকের আশঙ্কাও। হিট স্ট্রোকে (Heat Stroke) কেউ আক্রান্ত হলে তা বুঝবেন কী করে? এ থেকে বাঁচার উপায়ই বা কী? এই সব বিষয় নিয়েই বিশেষজ্ঞ চিকিৎসক শ্বাশ্বত আচার্যের ব্যাখ্যা জানুন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)