• হরমোনের কারণে পুরু গোঁফ কিশোরীর, পরীক্ষায় প্রথম হয়েও কটাক্ষের শিকার স্বাতী
    হিন্দুস্তান টাইমস | ২১ এপ্রিল ২০২৪
  • স্বাভাবিকের থেকে যা একটু অন্য রকম সেটা দেখেই মানুষের মধ্যে যেন হইচই পড়ে যায়। ঠিক যেমনটা এই ক্ষেত্রে হয়েছে। মেয়ে মানেই সুন্দর, কমনীয় হতে হবে। মেয়েদের আবার গোঁফ হয় নাকি! হলে তাঁকে নিয়ে তো মজা, কটাক্ষ করতেই হবে। কিন্তু এসব করার আগে জানেন কি এটা কেন হয়? বা এই ছবির মেয়েটি অর্থাৎ স্বাতী নিগমের কী হয়েছে?

    স্বাতী নিগম এবারের ইউপি বোর্ড পরীক্ষা দিয়েছে। এবং তাতে প্রথম হয়েছে। ৬০০ এর মধ্যে পেয়েছে ৫৯১। কিন্তু এই খবর প্রকাশ্যে আসার পর কেউ তাঁকে শুভেচ্ছা জানায়নি। বরং কটাক্ষ করতে ব্যস্ত হয়ে পড়েছে। আসলে অধিকাংশ মানুষ জানেনই না এটা কী? কেন হয়? কী নাম? স্বাতী যে সমস্যার শিকার সেটার নাম হিরসুটিজম।

    এটা এক ধরনের হরমোনাল সমস্যা। এটা হলে মুখে মূলত গাল, থুতনি, ঠোঁটের উপর বেশি মাত্রায় চুল বা লোম গজায়। এআর সেটাকেই গোঁফ বা দাড়ির মতো দেখতে লাগে। কেবল মুখ নয়, শরীরের সর্বত্র এই এক জিনিস দেখা যায়। হিরসুটিজমের কারণে যে অতিরিক্ত লোম বা চুল গজায় সেটা হয় মূলত পুরুষ হরমোন বা অ্যান্ড্রোজেন্স অর্থাৎ টেস্টোস্টেরন ইত্যাদির কারণে।

    ভারত তো বটেই দেশে, বিদেশের বহু মহিলাই এই সমস্যার শিকার। এটা হলে চিকিৎসার প্রয়োজন, কটাক্ষ বা মিমের নয়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)