• লকেট-অগ্নিমিত্রাদের 'টিম ৭'-এর মুখোমুখি মহুয়া-জুনদের 'টিম ১২', কোন ইস্যুতে কাদের পাল্লা ভারী?
    এই সময় | ২১ এপ্রিল ২০২৪
  • লোকসভার মহারণ শুরু হয়ে গিয়েছে। প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। আর প্রচারের ক্ষেত্রে 'কমন ফ্যাক্টর' মহিলাদের জন্য প্রতিশ্রুতি। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলির কথা সামনে রেখে প্রচার করছে তৃণমূল। অন্যদিকে, BJP-র প্রধান মুখ নরেন্দ্র মোদীর কণ্ঠেও শোনা যাচ্ছে 'লাখপতি দিদি' প্রসঙ্গ।এই লোকসভা নির্বাচনে ৪২টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল এবং BJP।

    কোন দল কত সংখ্যক মহিলা প্রার্থী করল?

    বাংলার ৪২টি আসনে মহিলা প্রার্থী দেওয়ার নিরিখে এগিয়ে রয়েছে তৃণমূল। ১২ জন মহিলাকে বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থী করেছে তারা। অন্যদিকে, সাত জন মহিলাকে প্রার্থী করেছে BJP।তৃণমূলের ১২ জন মহিলা প্রার্থী হল কৃষ্ণনগর - মহুয়া মৈত্র, বীরভূম - শতাব্দী রায়, বর্ধমান পূর্ব - শর্মিলা সরকার, বিষ্ণুপুর - সুজাতা মণ্ডল, মেদিনীপুর - জুন মালিয়া, আরামবাগ - মিতালি বাগ, হুগলি - রচনা বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া - সাজদা আহমেদ, কলকাতা (দক্ষিণ) - মালা রায়, যাদবপুর - সায়নী ঘোষ,

    জয়নগর - প্রতিমা মণ্ডল।

    BJP-র মহিলা প্রার্থীরা হলেন, মালদা দক্ষিণ- শ্রীরূপা মিত্র চৌধুরী, হুগলি –লকেট চট্টোপাধ্যায়, বোলপুর - পিয়া সাহা, কৃষ্ণনগর – অমৃতা রায়, বসিরহাট – রেখা পাত্র, কলকাতা দক্ষিণ – দেবশ্রী চৌধুরী, মেদিনীপুর – অগ্নিমিত্রা পল।

    তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর মহিলা প্রার্থী এবং রাজনীতিকদের সুযোগ দিয়ে এসেছেন। মহুয়া মৈত্র, শতাব্দী রায়, জুন মালিয়ার মতো নেত্রীরা দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়িয়েছেন। যাদবপুর কেন্দ্রে এবার মিমি চক্রবর্তীর বদলে আনা হয়েছে সায়নী ঘোষকে। মালা রায় দীর্ঘদিনের রাজনীতিক। গত লোকসভা নির্বাচনেও তিনি কলকাতা (দক্ষিণ) কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। এবার তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক ছিল রচনা বন্দ্যোপাধ্যায়।

    Mahua Moitra : 'ওদের' ভাষণে আসল লাভ! শাহ মোদীকে আক্রমণ মহুয়ার

    দিদি নং ১-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশ নেওয়ার পর থেকেই রচনা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। জনগর্জন সভায় হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

    অন্যদিকে, BJP-র প্রার্থীদের মধ্যে লকেট চট্টোপাধ্যয়াকে এবারেও হুগলি লোকসভা কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে BJP। সন্দেশখালির 'নির্যাতিতা' রেখা পাত্র গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক। এদিকে উত্তরবঙ্গ নয়, দেবশ্রী চৌধুরী এবার কলকাতা দক্ষিণ কেন্দ্রের প্রার্থী। মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী করা হয়েছে বিধায়ক অগ্নিমিত্রা পলকে। এখন দেখা যাক দুই দলের মহিলা ব্রিগেডের ভোট রেজাল্টের ‘মার্কশিট’ কতটা উজ্জ্বল হয়!
  • Link to this news (এই সময়)