• দ্বিতীয় দফায় ৩ কেন্দ্রে ৪৭ প্রার্থীর লড়াই, নির্দল 'কাঁটা'য় চাপে শাসক-বিরোধী?
    এই সময় | ২১ এপ্রিল ২০২৪
  • দেশে লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। সামনে দ্বিতীয় দফা। আর এই দফাতেও রাজ্যের ৩ আসনে হতে চলেছে ভোটেগ্রহণ। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। বর্তমানে ওই সমস্ত কেন্দ্রগুলিতে জোরকদমে চলছে প্রচার। গত লোকসভা নির্বাচনে এই ৩টি আসনই ছিল বিজেপির দখলে। এবার এই ৩ কেন্দ্রের মধ্যে শুধুমাত্র রায়গঞ্জে প্রার্থী বদল করেছে গেরুয়া শিবির। এক নজরে দেখে নেওয়া যাক, এবার ওই ৩ কেন্দ্রে কোন দলের হয়ে কারা লড়াই করছেন।কেন্দ্রপ্রার্থীদলদার্জিলিংরাজু বিস্তাভারতীয় জনতা পার্টিখুশিরঞ্জন মণ্ডলনির্দলভূপেন্দ্র লেপচানির্দলবিুষ্ণু প্রসাদ শর্মানির্দলবন্দনা রাইনির্দলকালীচরণ বর্মননির্দলসুবোধ পাখরিনগোর্খা রাষ্ট্রীয় কংগ্রেসশাহরিয়ার আলমসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)বুধারু রায়কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)প্রধান মার্ডিআম্বেদকারাইট পার্টি অফ ইন্ডিয়াকামরুল হকনর্থ বেঙ্গল পিপলস পার্টিঅতসী বিশ্বাসকিষাণ মজদুর সংঘর্ষ পার্টিগোপাল লামাতৃণমূল কংগ্রেসমুণীশ তামাংকংগ্রেসবালুরঘাটসুকান্ত মজুমদারভারতীয় জনতা পার্টিহাকিম মুর্মুনির্দলরাজেন্দ্রনাথ মালিনির্দলবখতিয়ার মুজাহিত সাহানিনির্দলনরোত্তম সাহানির্দলমহম্মদ শারওয়ার্দিভূমিপুত্র ইউনাইটেড পার্টিঅন্ত হাঁসদাবহুজন সমাজ পার্টিরুবেল সরকারকামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)মোজাম্মেল হকঅল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টবীরেন্দ্রনাথ মহান্তসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)বিপ্লব মিত্রতৃণমূল কংগ্রেসবিশ্বনাথ মুর্মুআম্বেদকারাইট পার্টি অফ ইন্ডিয়াজয়দেব কুমার সিদ্ধান্তআরএসপিরায়গঞ্জকার্তিকচন্দ্র পালভারতীয় জনতা পার্টিশরণ্য দত্তনির্দলরূপক রায়নির্দলফকিরা মহম্মদনির্দলআলি ইমরান রামসকগ্রেসপলাশচন্দ্র মাহাতনির্দলমহম্মদ নাজির আখতারনির্দলদ্বারিকনাথ বর্মননির্দলকালীদাস মুর্মুনির্দলমহম্মদ আব্রাহিম হকনির্দলআলি ইমরাননির্দলআনওয়ারুল হকনির্দলসনাতন দত্তসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)শহিদুর রহমাননর্থ বেঙ্গল পিপলস পার্টিরমেশচন্দ্র সিনহাভূমিপুত্র ইউনাইটেড পার্টিদুর্গা মুর্মুআম্বেদকারাইট পার্টি অফ ইন্ডিয়াতপন বর্মনজয় প্রকাশ জনতা দলআল মানোয়ারা বেগমইন্ডিয়া মানুষ পার্টিস্বপনকুমার দাসবহুজন সমাজ পার্টিকল্যাণী কৃষ্ণতৃণমূল কংগ্রেসরাজনৈতিকমহলের একাংশ মনে করছে, এই ৩ কেন্দ্রে লড়াই মূলত ত্রিমুখী হলেও, নির্দল হিসেবে বহু প্রার্থী লড়াই করছেন। সেক্ষেত্রে ভোট কাটাকাটিতে ফলাফলের সমীকরণে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন আসে কি না, সেটাই দেখার।
  • Link to this news (এই সময়)