• Shah Rukh Khan : কংগ্রেসের হয়ে জোরদার প্রচার শাহরুখ খানের? ভাইরাল ছবি দেখিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ BJP-র
    এই সময় | ২১ এপ্রিল ২০২৪
  • মহারাষ্ট্রে কংগ্রেসের হয়ে প্রচারে নেমে গিয়েছেন বলিউড বাদশা? অবিকল শাহরুখ খানের মতো দেখতে জৈনিক ব্যক্তির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রেগে কাঁই BJP।সম্প্রতি নেটপাড়ায় একটি লোকসভা ভোটের প্রচারের ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শাহরুখ খানের মতো দেখতে এক ব্যক্তি সোলাপুরে একটি ব়্যালি করছেন কংগ্রেসের হয়ে। গাড়ির উপর দাঁড়িয়ে সমর্থক এবং ভোটারদের উদ্দেশে হাত নাড়ছেন। শাহরুখের স্টাইল নকল করে ভোটারদের হাত চিহ্নে ভোটদানের আর্জি জানাচ্ছেন। এই ডুপ্লিকেট শাহরুখের নাম ইব্রাহিম কাদরি। মূলত কংগ্রেস প্রার্থী প্রণীতি শিণ্ডের জন্যই প্রচার করছিলেন শাহরুখ খানের এই লুকালাইক।

    এই নিয়ে BJP-র জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, 'মানুষকে বোকা বানানোর জন্য এই দলটি কতদূর যেতে পারে দেখুন। প্রকাশ্যে বোকা বানানো হচ্ছে মানুষকে। ভুয়ো সমীক্ষা, বিভ্রান্তিকর দেশ বিদ্বেষী প্রসঙ্গ উত্থাপন করা, AI, ডিপফেক ভিডিয়ো তৈরি করে সেলেবদের নামে প্রচারের পর এবার এই ঘটনা। এরপর কেন এরা EVM-কে দোষ দেয় তা আশা করি মানুষের বুঝতে ভুল হবে না।' শাহরুখ খানের মতো মুখের গড়ন থাকা ইব্রাহিম কাদিরকে দিয়ে প্রচার করানোয়ই ফুঁসে উঠেছেন এই BJP নেতা। কংগ্রেসের ওই ব়্যলির কিছু ছবিও পোস্ট করেছেন শাহজাদ পুনাওয়ালা। পোস্টে নির্বাচন কমিশনকে ট্যাগ করে অভিযোগ দায়েরের আর্জি রেখেছেন তিনি।

    উল্লেখ্য, কংগ্রেসের সোলাপুর কেন্দ্র থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীলকুমার শিণ্ডের মেয়ে প্রণীতিকে টিকিট দিয়েছে কংগ্রেস। সুশীলকুমার শিণ্ডে সম্প্রতি দাবি করেছিলেন, তাঁর মেয়েকে BJP-তে যোগদান করার জন্য চাপ দেওয়া হয়েছিল কিন্তু, তারা ব্যর্থ হয়েছে। মার্চের শেষে কংগ্রেসে যোগদান করে শিরোনামে এসেছিলেন সোলাপুরের শিবসেনা বিধায়ক দিলীপ মানে। আবার BJP-র সোলাপুরের জেলা সাধারণ সম্পাদক ধৈর্যশীল মোহিতে পাটিল এপ্রিলের মাঝামাঝি সময় শরদ পাওয়ার নেতৃত্বাধীন NCP-তে যোগদান করেছেন। তাঁকে এবার মাধা আসন থেকে BJP-র রঞ্জিত নায়েক নিম্বালকরের বিরুদ্ধে প্রার্থী করতে পারে শরদ পাওয়ারের দল।

    গত শুক্রবার থেকে শুরু হয়েছে ১৮তম সাধারণ নির্বাচন। প্রথম দফায় ২১টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের ১০২ আসনে ভোটগ্রহণ হয়েছে। ১৯ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে পাঁচ ধাপে মহারাষ্ট্রে ভোটগ্রহণ চলবে। তৃতীয় দফায় অর্থাৎ আগামী ৭ মে ভোট রয়েছে রায়গড়, বারামতী, ওসমানাবাদ, লাটুর, সোলাপুর, মাধা, সাংলি, সাতারা, রত্নাগিরি-সিন্ধুদুর্গ এবং কোলহাপুরে।
  • Link to this news (এই সময়)