• প্রথম দফার পরদিনই BJP প্রার্থীর আচমকা মৃত্যু, লোকসভা আসনে ভোটের ভবিষ্যৎ কী?
    এই সময় | ২১ এপ্রিল ২০২৪
  • লোকসভার প্রথম দফা ভোটের কয়েকঘণ্টার মধ্যেই মোরাদাবাদ লোকসভা আসনের BJP প্রার্থী সর্বেশ সিংয়ের মৃত্যু হয়। ৭১ বছরের সর্বেশ সিং বিগত কয়েকবছর ধরে অসুস্থ ছিলেন বলে খবর। দিল্লির AIIMS হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। ভোটের ঠিক পরেরদিন, শনিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার প্রশ্ন, তাঁর কেন্দ্রের ভোটের ভবিষ্যৎ কী? কী ভাবে নির্ধারিত হবে মোরাদাবাদ আসনের ফলাফল? বাতিল করে দেওয়া হবে ভোটগ্রহণ? মৃত প্রার্থী ভোটে জিতলেই বা কী হবে?মোরাদাবাদের ভোটের ভবিষ্যৎ কী?যদি কোনও কেন্দ্রে ভোটগ্রহণের পর কোনও প্রার্থীর মৃত্যু হয়, সে ক্ষেত্রে ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। গণনার পর দু'রকম ফল হতে পারে। হয় মৃত প্রার্থী জিতবেন না হয় হারবেন। মৃত প্রার্থী জয়ী হলে সেই কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করা হয়। ফের সেখানে ভোটগ্রহণ হয়। তবে পরাজয় হলে ভোট বাতিল হয় না। যিনি বিজেতা তাঁর নামই ঘোষণা করে কমিশন।

    ভোটের আগেই প্রার্থীর মৃত্যু হলে কী নিয়ম?ভোটের আগে কোনও প্রার্থীর মৃত্যু হলে ভোট স্থগিত করে দেওয়া হয় সেই কেন্দ্রে। নয়া ভোটগ্রহণের তারিখ ঘোষণা করে কমিশন। মনোনয়ন জমা করার পর কোনও প্রার্থীর মৃত্যু হলেও একই নিয়ম। মনোনয়ন এবং ভোটগ্রহণ স্থগিত করে নয়া দিন ধার্য করা হয়। তবে মনোনয়ন জমা করার আগে কোনও প্রার্থীর মৃত্যু হলে দিনবদল হয় না। সেখানে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কাছে সময় থাকে অন্য প্রার্থী বেছে নেওয়ার।

    গত ৩০ জানুয়ারি সমাজবাদী পার্টির সম্বল আসনের প্রার্থী শফিকুরর্হমান ওর্কের নাম ঘোষণা করা হয়। ২৭ ফেব্রুয়ারি ৯৪ বছরের সেই প্রার্থীর মৃত্যু হয়। বয়সজনিত কারণেই মৃত্যু হয় এই সপা প্রার্থীর। মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের পর পরিবারের অপর সদস্য জিয়াউরর্হমান ওর্ককে টিকিট দেয় অখিলেশের দল।

    ঠিক একইভাবে ২০১৮ সালে রাজস্থান বিধানসভা ভোটের সময় বহুজন সমাজ পার্টির প্রার্থী লক্ষ্মণ সিং কার্ডিয়্যাক অ্যারেস্টে প্রয়াত হন। তিনি মনোনয়ন জমা করে ফেলেছিলেন। ফলে আলওয়াড় জেলার রামগড় বিধানসভা আসনে ভোট স্থগিত করে দেওয়া হয়। ২০০-র বদলে ১৯৯ আসনে ভোট হয়েছিল সেবার। পরবর্তীতে রামগড় আসনে উপ নির্বাচন হয়।

    আবার ২০২৩ সালে রাজস্থান বিধানসভা নির্বাচনের সময় শ্রীগঙ্গানগরের করণপুর আসনের বিধায়ক এবং কংগ্রেস প্রার্থী গুরমীত সিং কুন্নরের মৃত্যু হয় দিল্লি AIIMS হাসপাতালে। এই আসনেও পরবর্তীতে উপ নির্বাচন হয়।
  • Link to this news (এই সময়)