• Kohli-Rinku: কোহলির ব্যাট ভেঙে দিলেন রিঙ্কু! লজ্জার মাথা খেয়ে আবারও বিরাটের কাছে নাইট তারকা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ এপ্রিল ২০২৪
  • Rinku Singh and Virat Kohli:

    ‘আপকি কসম খা রাহা, ফির না তোড়ুঙ্গা (আপনার নাম শপথ করছি, আর ভাঙব না)’- কেকেআর বনাম আরসিবি ম্যাচের আগে এভাবেই বিরাট কোহলির ব্যাট ভেঙে রিংকু সিং বিরাট কোহলির কাছে আরেকটি ব্যাট চাইলেন। বেঙ্গালুরুতে এবারের আইপিএলের শুরুর দিকে দুই দলের প্রথম খেলা চলাকালীন রিংকু সিং-কে প্রশংসার চিহ্ন হিসেবে বিরাট কোহলি তাঁর ব্যাট দিয়েছিলেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)