দলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে ভারতীয় হকির গর্ব এই প্রবীণ খেলোয়াড় দল ছাড়লেন, আনলের গুরুতর অভিযোগ। ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক প্রবোধ টির্কি কংগ্রেস থেকে থেকে পদত্যাগ করেছেন। সম্প্রতি ওড়িশার তালাসারা বিধানসভা আসন থেকে তিরকিকে প্রার্থী করেছে কংগ্রেস।