Ushasi Chakraborty: সায়নী ঘোষের রাজনৈতিক মতাদর্শটা এক্কেবারে ভুল: উষশী চক্রবর্তী
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ এপ্রিল ২০২৪
একই সঙ্গে নতুন ধারাবাহিক, তারপর আবার চুটিয়ে রাজনীতির প্রমোশন। উষশী চক্রবর্তী এখন খুব ব্যস্ত। একেই নতুন চরিত্র। তারপর, আবার সেই অনিন্দ্যদার সঙ্গেই তিনি জুটি বাঁধছেন। এতকিছুর মাঝে প্রচার করছেন সৃজন ভট্টাচার্যের সঙ্গে। সবকিছু নিয়েই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে খোলামেলা আড্ডায় অভিনেত্রী।