Maldives: চলছে মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচন, মুইজ্জুর ভারত বিরোধীতায় সায় দেশবাসীর? অপেক্ষা কিছু সময়ের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ এপ্রিল ২০২৪
ভারতের বিরোধিতা করলে কি মুইজ্জু তার আসন হারাবেন? মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচনের ভোট শুরু। কড়া নজর চিনের।নির্বাচনে লড়াই হবে মূলত দেশের বর্তমান প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)-এর সঙ্গে প্রধান বিরোধী দল এমডিপি-র। মালদ্বীপের পার্লামেন্টের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তার জন্য ইতিমধ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভারত মহাসাগরে নিয়ন্ত্রণের জন্য এই নির্বাচনের ওপর কড়া নজর রাখছে ভারত ও চিন।