• SCHOOL: তাপপ্রবাহের জেরে ঝাড়খণ্ডে বদলে গেল স্কুলে ক্লাসের সময়সীমা...
    আজকাল | ২১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  তীব্র তাপপ্রবাহ ঝাড়খণ্ডে। তবে স্কুল ছুটি না দিয়ে স্কুলে ক্লাসের সময়সীমা বদলে দিল ঝাড়খণ্ড সরকার। ২২ এপ্রিল অর্থাৎ সোমবার থেকেই নতুন সময় চালু করল ঝাড়খণ্ড সরকার। নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস হবে সকাল সাতটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত। অন্যদিকে নবম শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। ঝাড়খণ্ড শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। সমস্ত সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেও এই নতুন সময় চালু করার কথা বলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি সূর্যের আলোয় সমস্ত ধরণের অনুষ্ঠান আপাতত বন্ধ করার কথা বলা হয়েছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। শনিবার ঝাড়খণ্ডের সিংভূমে তাপমাত্রা ৪৬ ডিগ্রি পার করেছে। এছাড়াও অন্যান্য জায়গায় ৪২ থেকে ৪৫ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)