• 'নন্দিনী'র দুধেই বিশ্বকাপে চাঙ্গা হবেন আইরিশ-স্কটিশরা!
    ২৪ ঘন্টা | ২১ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএল (IPL 2024) শেষ হলেই ফের তোড়জোড় আরও একটা বিশ্বকাপের (T20 World Cup 2024)। এবার কুড়ি ওভারের মহাযজ্ঞ। হাতে আর দেড় মাসও বাকি নেই। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যুগ্ম ভাবে আয়োজন করবে টি-২০ বিশ্বকাপ। অংশ নিচ্ছে ২০টি দল। তাদের মধ্য়ে রয়েছে আয়ারল্য়ান্ড এবং স্কটল্য়ান্ডও (Ireland, Scotland)। তাদের স্পনসর করবে কর্ণাটক মিল্ক ফেডারেশন  ওরফে কেএমএফ (Karnataka Milk Federation, KMF)। এই সংস্থা সেই রাজ্য়ে পরিচিত তাদের নন্দিনী ব্র্য়ান্ডের দুগ্ধজাত পণ্য়ের জন্য় (Karnataka's Nandini Dairy)। বিশ্বকাপের সময়ে কেএমএফ ঘোল বা মাঠা থেকে তৈরি করা এনার্জি ড্রিংক নন্দনী স্প্ল্যাশের (Nandini Splash) মার্কেটিং করবে মার্কিন মুলুকে। তার সঙ্গেই আইরিশ-স্কটিশ দলকেও স্পনসরও করবে।নন্দিনীর ম্য়ানেজিং ডিরেক্টন এমকে জগদীশ এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে বলেছেন, 'হ্যাঁ, এটা সত্যি যে আসন্ন বিশ্বকাপে আমরা দুই ক্রিকেট দলকেই স্পনসর করছি। আমরা বিশ্বকাপে এনার্জি ড্রিংক নিয়ে আসছি। সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াই আমাদের ফোকাস।' এই প্রথম ভারতের কোনও ব্র্যান্ড জোড়া আন্তর্জাতিক ক্রিকেট দলকে স্পনসর করছে। ইতিহাস লিখে ফেলল কেএমএফ। ২০০৭ সালে প্রথমবার হয়েছিল টি-২০ বিশ্বকাপ। চলতি বছর কুড়ি ওভারের কাপযুদ্ধের নবম সংস্করণ। যা হবে রীতিমতো মেগা। এই প্রথমবার ২০টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। চারটি গ্রুপে ভাগ করা হবে সেই দলগুলিকে। সেখান থেকে প্রথম ও দুয়ে শেষ করা দল সুপার এইটের জন্য় কোয়ালিফাই করবে। নেপাল এই প্রথম টি-২০ বিশ্বকাপ খেলবে। অন্য়দিকে ওমান এই প্রথমবার প্রাথমিক পর্যায় পেরিয়ে মূল পর্বে পা রাখছে। সুযোগ পেয়েছে উগান্ডাও। মার্কিন মুলকে ফ্লোরিডার লডারহিল, মরিসভিল, ডালাস এবং নিউ ইয়র্ককে টুর্নামেন্টের ম্যাচ ও অনুশীলনের জন্য বেছে নেওয়া হয়েছে। ৯ ভেন্য়ুতে ৫৫ ম্য়াচ। উদ্বোধনী ম্য়াচেই মাঠে নামছে আয়োজক দেশ আমেরিকা। তাদের প্রতিপক্ষ কানাডা। টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্য়াচ হবে ৯ জুন নিউ ইয়র্কে। ২৯ জুন ফাইনাল হবে বার্বোডোজে।দেখে নেওয়া যাক কোন গ্রুপে কে:

    গ্রুপ এ: আমেরিকা, ভারত, পাকিস্তান, আয়ারল্য়ান্ড ও কানাডা

    গ্রুপ বি: ইংল্য়ান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্য়ান্ড ও ওমান

    গ্রুপ সি: নিউ জিল্য়ান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউ গিনি

    গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও নেদারল্য়ান্ডসটি২০ বিশ্বকাপের ২০ দল: ওয়েস্ট ইন্ডিজ (আয়োজক), আমেরিকা (আয়োজক), অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্য়ান্ড, পাপুয়া ও নিউ গিনি, কানাডা, ওমান, নেপাল, নামিবিয়া ও উগান্ডা।

     
  • Link to this news (২৪ ঘন্টা)