মুখ্যমন্ত্রীকে 'অপমান', অমিত মালব্যের বিরুদ্ধে FIR তৃণমূলের
প্রতিদিন | ২১ এপ্রিল ২০২৪
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্য়ায়: মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগ। এবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর করল তৃণমূল। তাদের অভিযোগ, অমিত মালব্য নিজের পোস্টে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। যে ধরনের ভাষা উনি ব্যবহার করেছেন, তাতে প্রতিটি মহিলা অপমানিত হয়েছেন। এর প্রেক্ষিতেই রবিবার গড়িয়াহাট থানায় এফআইআর করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
তৃণমূল সুপ্রিমোর নির্বাচনী প্রচারের একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত মালব্য়। সেখানে তাঁর দাবি, জনসভায় অশালীন মন্তব্য করেছেন মমতা। সমস্ত সীমা তিনি অতিক্রম করে গিয়েছেন। অমিত আরও বলেন, ?উনি সবসময় বলেন, ওঁর বিরুদ্ধে নোংরা কথা বলা হচ্ছে। এভাবে সহানুভূতি পাওয়ার চেষ্টা বন্ধ করুন। এবার তো উনি নিজে চূড়ান্ত নোংরা কথা বলেছেন।?