• CAA : সিএএ নিয়ে কংগ্রেস চুপ কেন? সমালোচনার মুখে বড় মন্তব্য চিদম্বরমের
    এই সময় | ২১ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনের আগে প্রাকাশ করা দলীয় ইস্তেহারে সিএএর উল্লেখ করেনি কংগ্রেস। তাই নিয়ে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন কংগ্রেস তাদের ইস্তেহারে সিএএ-র উল্লেখ করতে ব্যার্থ হয়েছে। এবার তারই জবাব দিলেন পি চিদম্বরম।প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম রবিবার বলেছেন যে ভারত ব্লক কেন্দ্রে সরকার গঠন করার পরে সংসদের প্রথম অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বাতিল করা হবে। তিনি বলেন য কংগ্রেস পার্টির উদ্দেশ্য হল সিএএ বাতিল করা যদিও এটি তাদের ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি।

    কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ক্রমাগত কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করেছেন যে তাদের ইস্তেহারে সিএএ উল্লেখ করতে ব্যার্থ হয়েছে।

    রবিবার কেরালায় একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চিদম্বরম উল্লেখ করেন যে ‘এটি ইস্তেহারে উল্লেখ করা হয়নি তার কারণ এটি খুব দীর্ঘ হয়ে গেছে। তিনি বলেন, আইনের একটি দীর্ঘ তালিকা রয়েছে যার মধ্যে পাঁচটি আইন একেবারে বাতিল করা হবে। আমার কাছ থেকে এটি নিন, আমি ইস্তেহার কমিটির চেয়ারম্যান। আমি এর প্রতিটি শব্দ লিখেছি, আমি জানি উদ্দেশ্য় কী ছিল। সিএএ বাতিল করা হবে।, সংশোধিত নয়, আমরা এটা পরিষ্কার করে দিয়েছি।’

    এদিন কংগ্রেস নেতা বলেন যে, ভারত ব্লক সরকার গঠন করলে সংসদের প্রথম অধিবেশনে সিএএ বাতিল করা হবে। তিনি পিনারাই বিজয়নের দাবিকেও প্রত্যাখ্যান করেছেন যে কংগ্রেস আইনের বিরোধিতা করেনি। তিনি বলেন তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর সংসদে সিএএ-র বিরুদ্ধে কথা বলেছেন।

    অযোধ্যার রাম মন্দির উদ্বোধন লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে চিদাম্বরম বলেন যে তিনি তা মনে করেন না। তিনি বলেন, ‘অযোধ্যায় এখন একটি মন্দির আছে। আমরা খুশি। মানুষ মন্দির চেয়েছিল এবং একটি মন্দির তৈরি হয়েছে। এটিই গল্পের শেষ হওয়া উচিত। কেন অযোধ্যার একটি মন্দির রাজনীতিতে বা নির্বাচনে ভূমিকা পালন করবে এং কার শাসন করা উচিত, দেশটির কোনও ভূমিকা থাকা উচিত নয় কী?’

    পূর্ব লাদাখে চিনের সাথে সীমান্ত বিরোধের কথাও বলেছেন এই কংগ্রেস নেতা। তিনি দাবি করেছেন যে ‘হাজার বর্গকিলোমিটার ভারতীয় ভূমি চিনা সৈন্যদের দ্বারা দখল করা হয়েছে। এটি লাদাখের সাংসদ দ্বারা সাক্ষ্য দেওয়া একটি সত্য। অরুণাচল প্রদেশের নাগরিকদের দিয়ে সত্যটির সাক্ষ্য দেওয়া হয়েছে। তাই তারা আমাদের সীমান্ত সুরক্ষিত করেছে তা বলা সম্পূর্ণ মিথ্যা।’
  • Link to this news (এই সময়)