• Lok Sabha Election Date 2024: ৪ জুন ফলপ্রকাশের পরই তড়িঘড়ি সরকার গঠন! নেপথ্যে কী কারণ?
    এই সময় | ২১ এপ্রিল ২০২৪
  • দেশে এবার সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে দেশজুড়ে। ৪ জুন ভোট গণনা। প্রশ্ন হল ৪ জুন ফল ঘোষণার পরেই কি সরকার গঠন করা যাবে?সূত্রের খবর, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ নির্বাচনে জিতলে ৪ জুনের পরপরই শপথ গ্রহণ ও মন্ত্রিসভা গঠন হতে পারে। কারণ ১২ জুন থেকে ১৭ জুনের মধ্যে, দেশের প্রধানমন্ত্রীকে দু'টি বড় বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নিতে হতে পারে।

    ১৩ জুন থেকে ১৫ জুনের মধ্যে ইতালিতে G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজক ইতালি আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, জার্মানি, জাপান এবং কানাডা নিয়ে গঠিত G7-এ অংশগ্রহণের জন্য ভারতকে বিশেষ প্রতিনিধি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতও এমন একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ থেকে বিরত থাকতে চাইবে না। এর পরপরই, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে শান্তির উদ্যোগ নিয়ে ১৬ জুন থেকে সুইজারল্যান্ডে একটি বড় বৈশ্বিক বৈঠকের প্রস্তাব করা হয়েছে। ভারতকেও এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, ভারতও এতে অংশ নিতে ইচ্ছুক। সামগ্রিকভাবে, ১২ জুন থেকে এক সপ্তাহেরও বেশি সক্রিয় বৈশ্বিক ঘটনাবলী বিবেচনা করে, ৪ জুন নির্বাচনের ফলাফল প্রকাশের পরে নতুন সরকার গঠনে বাড়তে পারে।

    ২০১৯ সালে শেষবার, নির্বাচনের ফলাফল ২৩ মে ঘোষণা হয়। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ফলাফলের এক সপ্তাহ পরে ৩০ মে শপথ গ্রহণ করে। তার আগে ২০১৪ সালে, নির্বাচনের ফলাফল ১৬ মে প্রকাশ্যে আসে এবং একই মাসে, ১০ দিন পরে ২৬ মে, নরেন্দ্র মোদী প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এবার সাত ধাপের নির্বাচন শেষ হচ্ছে ১ জুন এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন। বিশেষজ্ঞদের মতে, দেশপ্রধান যখন এ ইধরনের বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পান এবং নির্বাচনের ফলাফলের পর যে সরকারই গঠন করা হোক না কেন, প্রধানমন্ত্রী যেই হন না কেন, তিনি এসব কর্মসূচিতে অংশ নিতে পারেন।

    বিশ্বে ভারতের আধিপত্যের উপর সরকারের জোর

    বিশ্বে ভারতের সম্মান গত দশ বছর ধরে মোদী সরকারের কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নির্বাচনেও বিজেপি এই বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিজেপি এই বার্তা দেওয়ার চেষ্টা করেছিল যে ভারত এখন বিশ্ব গুরুতে পরিণত হয়েছে যেখানে সারা বিশ্ব ভারতের কথা মেনে চলে। এমন পরিস্থিতিতে নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে ক্ষমতায় এলেও এই ফ্যাক্টরকে আরও জোরদার করতে চান তিনি সে কথা বলার অপেক্ষা রাখে না বলে মত রাজনৈতিক মহলের একাংশের। সরকারের প্রথম দিন থেকেই তার প্রতিফলন দেখা যেতে পারে। যদিও তার আগে ৪ জুন নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
  • Link to this news (এই সময়)