• তাপপ্রবাহে পুড়ছে বাংলা-বিহার-ঝাড়খণ্ড! অবশেষে স্বস্তির বৃষ্টি নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
    এই সময় | ২১ এপ্রিল ২০২৪
  • তাপপ্রবাহে পুড়ছে গোটা দেশ। অধিকাংশ রাজ্যের তাপমাত্রার পারদ পেরিয়ে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। বাংলা, ওডিশা এবং ঝাড়খণ্ডে দহন জ্বালা সর্বোচ্চ। এই তিন রাজ্যে চড়চড়িয়ে বাড়ছে পারদ। আগামী ২৪ তারিখ পর্যন্ত এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে স্বস্তির বৃষ্টি নিয়েও মিলেছে বড়সড় পূর্বাভাস।কবে-কোথায় স্বস্তির বৃষ্টি?মৌসম ভবন রবিবারের আবহাওয়া আপডেটে জানিয়েছে, ২২ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে দেশের কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে দেশে। আর এর জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রবল গরমে যা স্বস্তি আনবে। তবে এই বৃষ্টিপাত মূলত হবে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব ভারতে। ২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত স্বস্তির বৃষ্টি নামবে দেশের এই অংশগুলিতে।

    কতদিন পর্যন্ত হিটওয়েভ?শনিবার ওডিশার বারিপদ এবং বৌধ সর্বাধিক তাপমাত্রার রেকর্ড গড়েছিল (৪৫.২ ডিগ্রি সেলসিয়াস)। পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং বাঁকুড়াতে তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৪.৫ ডিগ্রি এবং ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ এবং জামশেদপুরে তাপমাত্রা ছিল ৪৩.৬ ডিগ্রি এবং ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ছত্তিশগড়ের রাজনন্দগাঁওতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল তাপমাত্রা।

    IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ এপ্রিল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন অংশে তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে। বেলা গড়াতেই শুষ্ক আবহাওয়া এবং ভয়ংকর লু বইবার সম্ভাবনা। মারাত্মক তাপপ্রবাহ চলবে ওডিশাতেও।

    IMD-র বরিষ্ঠ বিজ্ঞানী নরেশ কুমার বলেন, 'সোমবার পর্যন্ত ওডিশায় কমলা সতর্কতা জারি করা ছিল। আমাদের ধারণা, আগামী দু'দিন কিছুটা হলেও তাপমাত্রা কমবে ওডিশায়। তবে দু'দিনের বিরতির পর ফের ওডিশায় বইবে লু। আগামী পাঁচদিন বিহারে চলবে তাপপ্রবাহ পরিস্থিতি। সে রাজ্যকেও অ্যালার্ট করা হয়েছে। দিন এবং রাতের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি ছিল। ঝাড়খণ্ডেও চলবে হিটওয়েভ।'

    সাধারণত যখন সমতলভাগে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাঁটা, উপকূলীয় অঞ্চলে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ি এলাকায় ৩০ ডিগ্রি পেরিয়ে যায় তখন সেই পরিস্থিতিতে হিটওয়েভ কনডিশন বলা হয়। তাপপ্রবাহ পরিস্থিতিতে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি বেশি থাকে। যখন স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৬.৫ ডিগ্রি বেড়ে যায়, তখন ভয়ংকর তাপপ্রবাহ ঘোষণা করা হয়।

    উপকূলীয় অন্ধ্র প্রদেশ, ইয়ানাম, রায়ালাসীমা, তামিলনাড়ু, পুদুচেরী, করাইকাল, কেরালা এবং মাহেতে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত প্রবল গরম এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে IMD। দিল্লিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৭.২ এবং ২৩.৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সোমবার দিল্লিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তবে সোমবারের পর তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে রাজধানীতে। ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে তাপমাত্রার পারদ। পূর্ব উত্তর প্রদেশে আগামী দু'দিনের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার পূর্বাভাস। পশ্চিম ভারতে আগামী দু'দিনে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে তারপর থেকে সেখানেও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রা।
  • Link to this news (এই সময়)