Air Taxi: জ্যাম-যানজট থেকে মুক্তি! দেশে এয়ার ট্যাক্সিতে হুশ করে গন্তব্যে, ভাড়া কত?
এই সময় | ২১ এপ্রিল ২০২৪
বাড়ি থেকে বেরিয়ে একটু আরাম করে গন্তব্যে যাবেন বলে ক্যাব বুক করলেন। ক্য়াব যাওয়া বা এল তাতে চড়ে আবার আর এক ঝক্কি। রাস্তায় লম্বা গাড়ির সারি। দীর্ঘ জ্য়াম। সেই গাড়ির মধ্য়ে হাঁসফাঁস, চরম ব্যক্তি, বেজার মুখ। বাড়ি থেকে বেরনোর আগে গন্তব্যের পৌঁছনোর পথে যেন জ্য়ামের মুখোমুখি না হতে না হয় এ 'উইশ' সকলেরই থাকে। তবে শীঘ্রই সেই বিরক্তির অবসান হতে চলেছে। কারণ আর জ্য়ামে ফেঁসে থাকতে হবে না। আকাশে উড়বে ট্যাক্সি। আর সেই উড়ন্ত ট্যাক্সিতে করে কয়েক মিনিটে পৌঁছে যাওয়া যাবে গন্তব্য। না কোনও কল্পকথা নয়, শীঘ্রই এমনটা হতে চলেছে।এক বা দেড় ঘণ্টা নয়, এবার মাত্র সাত মিনিটেই দিল্লি থেকে পৌঁছে যাওয়া যাবে ২৭ কিলোমিটারের দূরত্ব। দিল্লি থেকে নজফগড় হয়ে গুরুগ্রাম পৌঁছতে সময় লাগে প্রায় দেড়ঘণ্টা। কিন্তু এবার সেই সময় কমাতে ইন্ডিগো এয়ারলাইন্সের পেরেন্ট সংস্থা ইন্টারগ্লোব এন্টারপ্রাইসেস নিয়ে আসছে এয়ার ট্যাক্সি পরিষেবা। ইন্টারগ্লোব আমেরিকার আর্চার অ্যাভিয়েশনের সঙ্গে এই পরিষেবা আনতে যৌথ ভাবে কাজ চালাচ্ছে ইন্টারগ্লোব। সংস্থা সূত্রে খবর, দিল্লির কনট প্লেস থেকে গুরুগ্রাম যেতে সাত মিনিট সময় লাগবে।
কত খরচ পড়বে?
এয়ার ট্যাক্সিতে করে এই দূরত্ব যেতে এক একজন যাত্রীকে খরচ করতে হবে দুই থেকে তিন হাজার টাকা। সড়ক পথে এই দূরত্ব অতিক্রম করতে গেলে দেড় ঘণ্টা সময় লাগে। সেক্ষেত্রে খরচ হয় ১৫০০ টাকা।
সংস্থার তরফে জানানো হয়েছে এই পরিষেবা শুধু দিল্লি-এনসিআরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রথম দফায় এই একই পরিষেবা মুম্বই ও বেঙ্গালুরুতে চালু হবে। এক একটি এয়ার ট্যাক্সিতে করে যাতায়াত করতে পারবেন পাইলট-সহ পাঁচ জন। সংস্থা সূত্রে আরও খবর, দেশের বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)-র সঙ্গে এই পরিষেবা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। DGCA এই পরিষেবার ছাড়পত্র দিলেই এই পরিষেবা খুব শীঘ্রই চালু করে দেওয়া হবে বলে খবর মিলেছে সংস্থার তরফে।
কোম্পানির কত খরচ?
আর্চার অ্যাভিয়েশনের তরফে প্রথমে দেওয়া হবে এরকম ২০০টি বৈদ্যুতিক উড়ান। এই উড়ানগুলির বিশেষত্ব হল, এগুলি একেবারে ভার্টিক্যালি অর্থাৎ উল্লম্বভাবে টেক অফ ও ল্যান্ডিং করতে পারে। ঠিক যেমনটা ওঠানামা করে হেলিকপ্টার। তবে আওয়াজ অনেকটা কম। সাধারণ ট্যাক্সির মতো এক্ষেত্রেও, ছোটখাটো মাপের এই এয়ার ট্যাক্সিগুলিতে পাইলট ছাড়া বসতে পারবেন চার জন যাত্রী । এমন ২০০টি এয়ারক্র্যাফ্টের জন্য খরচ হচ্ছে ৮ হাজার ৩০০ কোটি টাকারও বেশি। আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন আর্চার অ্যাভিয়েশনের সিইও অ্যাডাম গোল্ডস্টিন। তাঁর আশা ২০২৬ সালে মধ্যে এই পরিষেবা চালু হবে।