• Rahul Gandhi : নিজের কেন্দ্রে ভোটের আগে আচমকা অসুস্থ রাহুল গান্ধী, অংশ নেবেন না ইন্ডিয়া জোটের ব়্যালিতে
    এই সময় | ২১ এপ্রিল ২০২৪
  • লোকসভা ভোটের মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন রাহুল গান্ধী। ফলে রবিবার তিনি রাঁচিতে অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়া জোটের মেগা ব়্যালিতে অংশ নিতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহুলের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন জয়রাম রমেশ।অসুস্থ রাহুল গান্ধীকংগ্রেস নেতা এক্স হ্যান্ডেলে লেখেন, 'শ্রী রাহুল গান্ধী আজ সাতনা এবং রাঁচিতে লোকসভা প্রচারের জন্য প্রস্তুতি ছিলেন। ইন্ডিয়া জোটের ব়্যালিতেও সামিল হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন রাহুল গান্ধী। নয়াদিল্লিতে নিজের বাসভবন থেকে এই মুহূর্তে বেরোতে পারছেন না তিনি। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেজি অবশ্যই সাতনার জনসভায় অংশ নেবেন। এরপর তিনি রাঁচির ব়্যালিতেও যোগ দেবেন।' যদিও রাহুলের ঠিক কী শারীরিক সমস্যা হয়েছে তা অবশ্য জানানি জয়রাম রমেশ। কর্মী-সমর্থকদের একাংশের অনুমান, প্রবল গরমে লাগাতার প্রচার করতে হচ্ছে কংগ্রেস নেতাকে। এই তীব্র তাপপ্রবাহের মধ্যে অসুস্থ হয়ে থাকতে পারেন তিনি।

    সামনেই ওয়েনাডে ভোটপ্রসঙ্গত, আগামী ২৬ এপ্রিল রয়েছে লোকসভা ভোটের দ্বিতীয় দফা। এই পর্বেই ভোট রয়েছে কংগ্রেস প্রার্থী রাহুলের ওয়েনাড কেন্দ্রে। নিজের আসনে ভোটের আগে তাঁর অসুস্থ হয়ে পড়া নিয়ে উদ্বেগে কংগ্রেস কর্মী-সমর্থকরা। অমেঠি থেকে রাহুল গান্ধী আদৌ ভোটে লড়বেন কি না, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। রাহুল গান্ধী নিজেও এই নিয়ে কোনও সদুত্তর দেননি। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, 'অমেঠি থেকে পালিয়েছেন রাহুল গান্ধী। এবার ওয়েনাড আসনেও মুখ থুবড়ে পড়বেন তিনি। তারপর কংগ্রেসের তরফে রাজপুত্রের জন্য অন্য একটি নিরাপদ আসন খুঁজতে হবে।' এখনও উত্তর প্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। ২০১৯ সালে এই আসনে স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল গান্ধী। মোদীকেও একহাত নিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'নরেন্দ্র মোদী দুর্নীতির স্কুল চালাচ্ছেন। এন্টায়ার কোরাপশন সায়েন্স নামে একটি চ্যাপ্টার তিনি নিজেই পড়াচ্ছেন।'

    ইন্ডিয়া জোটের মেগা ব়্যালিদিল্লির রামলীলা ময়দানের পর এবার রাঁচিতে ইন্ডিয়া জোটের মেগা ব়্যালি। রাঁচি সমাবেশে আপ-এর তরফে থাকতে পারেন তিহাড় জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা। JMM-এর আমন্ত্রণে আয়োজিত এই সমাবেশের নাম দেওয়া হয়েছে 'উলগুলান ন্যায় সভা'। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, RJD, NCP (শরদ গোষ্ঠী), শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), CPI, CPIM, ন্যাশনাল কনফারেন্স, আম আদমি পার্টি, DMK-সহ বিরোধী শিবিরের তাবড় নেতারা থাকবেন সে সভায়।
  • Link to this news (এই সময়)