• '...করে খাওয়ায় ধান্দা', বাংলায় কারা BJP করেন? 'ব্যাখ্যা' অভিষেকের
    এই সময় | ২১ এপ্রিল ২০২৪
  • তারা যুযুধান দুই রাজনৈতিক দল। লোকসভা নির্বাচনের মুখে একে অপরকে আক্রমণ করছে অহরহ। এবার রানাঘাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দিলেন, ‘কারা BJP করেন?’ তাঁর মন্তব্যে ছিল তীব্র কটাক্ষ, আক্রমণ।এদিন রানাঘাট কেন্দ্রে সভা করেন অভিষেক। দলীয় প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে তিনি প্রচার করেন। সেখানে CAA নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছিলেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'চোর, ছ্যাঁচড়রা BJP করে। সব করে খাওয়ার ধান্দা। ওরা বলেছিল আচ্ছে দিন আসবে, আসেনি।’

    এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রধানমন্ত্রী বলেছিলেন আচ্ছে দিন আসবে। এসেছে? দশ বছর আগে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কী পরিস্থিতি ছিল, আজ কী পরিস্থিতি হয়েছে? আজ তাঁতের সুতোর উপর নরেন্দ্র মোদী সরকার GST বসিয়েছে। গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করেন। সেই জিরেতে ১৮ শতাংশ GST। আর বড়লোকদের হিরে থাকে। সেখানে GST শূন্য। নরেন্দ্র মোদী বলেছেন দশ বছরে আমরা ট্রেলার দেখিয়েছি। সিনেমাটা ২০২৪ থেকে ২৯-এ দেখাবেন। ট্রেলারে কী দেখলেন ৩ টাকার ডিম সাত টাকা, ৫০ টাকার পেট্রল ১০০ টাকা, ৪০ টাকার ডিজেল ৯২ টাকা, ১১০ টাকার চা পাতা ২১০ টাকা- এরপরেও সিনেমা দেখতে চান!'

    অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘রানাঘাটবাসীকে জিজ্ঞাসা করতে চাই, করোনার সময় BJP-র কোন নেতা আপনাদের খোঁজ নিয়েছিল? পাশে ছিল তৃণমূল কংগ্রেস। বলেছিল CAA করবে। আমরা যেখানে হেরেছি, সেখানেও মানুষকে পরিষেবা দিয়েছি। যেখানে জিতেছি, সেখানেও পরিষেবা দিয়েছি। এটাই BJP-র সঙ্গে আমাদের পার্থক্য।' এদিন নিজের মন্তব্যের মধ্য দিয়ে একাধিকবার জগন্নাথ সরকারকে তোপ দাগেন তিনি।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘আমরা প্রথম দিন থেকে বলেছিলাম CAA জুমলা। ৪০ পাতার ফর্ম তৈরি করেছে। আগে আপনাকে বলতে হবে আপনি পাকিস্তানি, আফগানিস্তানে থাকেন। এরপর পরীক্ষা হবে। সমস্ত সরকারি পরিষেবা যা পেয়ে থাকেন তা বন্ধ হয়ে যাবে।'

    তাঁর সংযোজন, 'বেকারত্ব নিয়ে কোনও বাক্য প্রয়োগ করেনি, কর্মসংস্থান নিয়ে কোনও কথা নেই, বলছে ওয়ান নেশন, ওয়ান ইলেকশন। প্রধানমন্ত্রী বলছেন, যাঁরা মাছ খান, তাঁরা হিন্দু নন, তাঁরা হিন্দু বিরোধী। এরা শুধু ভোট চায় না, কার সঙ্গে কথা বলবেন, কোন রাস্তা দিয়ে হাঁটবেন তাও নিদান দিচ্ছেন প্রধানমন্ত্রী।' এদিন একাধিক ইস্যুতে তিনি বিঁধেছেন BJP-কে।
  • Link to this news (এই সময়)