• ‘BJP ফের ক্ষমতায় এলে গ্যাসের দাম ১৫০০ হবে’, দাবি মমতার
    এই সময় | ২১ এপ্রিল ২০২৪
  • কেন্দ্রে বিজেপির সরকার এলে কী কী হতে পারে, এরকম নানা ইঙ্গিত নিজের সভা থেকে জনগণকে জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এক দেশ এক ভোট’ বা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে সমালোচনা করতে শোনা গিয়েছে। এবার বিজেপি সরকার এলে রান্নার গ্যাসের দাম কত হবে? বালুরঘাটের একটি সভা থেকে বড় দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।রাজ্যে দ্বিতীয় পর্যায়ে উত্তরবঙ্গে সভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একের পর এক সমালোচনা করেন তিনি। মোদীর ১৫ লাখ চাকরি দেওয়ার দাবি থেকে শুরু করে ২ কোটি চাকরি দেওয়ার বিষয়ে নিয়ে খোঁচা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই রান্নার গ্যাসের দাম নিয়েও বড় মন্তব্য করতে শোনা যায়।

    প্রসঙ্গত, এই কেন্দ্র থেকে এবারের বিজেপির প্রার্থী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাট কেন্দ্রে সুকান্ত মজুমদারের উন্নয়নমূলক কাজ নিয়েও কটাক্ষ করতে শোনা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা মমতা বলেন, ‘‘বিজেপির কিছু গদ্দার বলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে? আমি একটা কথা বলতে চাই, এটা কি বাংলার নির্বাচন যে আমার কাছে কৈফিয়ত চাওয়া হচ্ছে? এটা দিল্লির নির্বাচন। তাই কৈফিয়তও মোদীকে দিতে হবে।’

    Mamata Banerjee Murshidabad Rally : 'আপনাদেরই দিমু বলে জোড়া ফুলে ভোট' মুর্শিদাবাদের জনসভায় মন্তব্য মমতার

    মুখ্যমন্ত্রী বালুরঘাটের সভা থেকে বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে ভোট মিটলেই গ্যাসের দাম বাড়িয়ে দেবে। গ্যাসের দাম দেড় হাজার টাকা হয়ে যাবে।’ ভোটের কারণে সামান্য গ্যাসের দাম কমানো হলেও, নির্বাচনের পর গ্যাসের দাম ১৫০০ টাকা সীমা পর করবে বলে দাবি করেন তিনি। রবিবার দুপুরে প্রথমে বালুরঘাটের কুমারগঞ্জের চকরাম রায় গ্রাউন্ডে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিপ্লব মিত্রের সমর্থনে বালুরঘাট টাউন ক্নাব সমর্থনে দ্বিতীয় সভা করছেন তিনি। সেখানেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব হয়ে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে।

    বালুরঘাট বিমানবন্দর নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালুরঘাটে সভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করেছিলেন। পালটা এদিন মমতা বলেন, ‘প্রধানমন্ত্রী এখানে এসে বলে গিয়েছেন মমতাজি বালুরঘাট বিমান বন্দর করতে দিচ্ছে না। আমি বলি, চোখ খুলে দেখুন। বালুরঘাট বিমানবন্দরের কাজ হয়েছে কি হয়নি?’ মমতা অভিযোগ করেন, বিমানবন্দর পুরো তৈরি, কিন্তু আপনি বিমান দিচ্ছেন না। তাই চালু হচ্ছে না, বলে অভিযোগ তাঁর।
  • Link to this news (এই সময়)