• রবি ঠাকুরের লাইনকে ওপেনহাইমার দিয়ে ব্যাখ্যা! UPSCর টপারের মক টেস্টের অংশ ভাইরাল
    হিন্দুস্তান টাইমস | ২১ এপ্রিল ২০২৪
  • দেশের অন্যতম সম্মানীয় তথা কঠিনতম পরীক্ষা ইউপিএসসিতে চলতি বছরে প্রথম স্থানে রয়েছেন উত্তর প্রদেশের ভূমিপুত্র আদিত্য শ্রীবাস্তব। তাঁর পড়াশোনার ঘরানা, তাঁর অধ্যাবসায় নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মধ্যেই। আইআইটি কানপুরের এই প্রাক্তনী বহু ধাপ পেরিয়ে আজ ইউপিএসসির মতো পরীক্ষায় প্রথম স্থানে। এদিকে, এক সদ্য ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হচ্ছে, আদিত্য শ্রীবাস্তব তাঁর মক টেস্টের রচনায় কী লিখেছিলেন। দেখে নেওয়া যাক, ভাইরাল হওয়া সেই পোস্টটি।

    যে পোস্ট ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, টেস্টে বহু রচনা অপশন হিসাবে এসেছে। তবে তাদের মধ্যে থেকে আদিত্য একটিকে বেছে নেন। সেটির মূল ভাবধারা ছিল যে মন আবেগ ছাড়া যুক্তি বেশি ব্যবহার করে, তা ভয়ঙ্কর হতে পারে। রচনার টাইটেল ছিল- ‘A mind all logic is like a knife all blade, it makes the hand bleed that uses it’। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত লাইনকে বিজ্ঞানী ওপেনহাইমারের প্রসঙ্গ টেনে ব্যাখ্যা করেছেন আদিত্য।

    (Rahul Gandhi Video: ভোট আবহে নজর কাড়ার নতুন পন্থা রাহুলের! অভিনব কায়দায় জনতাকে জানালেন তাঁর বার্তা)

    ( Donkey Milk Business:গরু নয় গাধাদের ‘গোয়াল’ আছে এই ব্যক্তির! লিটারে ৫ হাজার টাকায় বিক্রি হয় দুধ, উপকার চমকে দেবে)

    এমন এক প্রসঙ্গে রচনা আদিত্য শুরু করেছিলেন বিজ্ঞানী ওপেনহাইমারের কথা দিয়ে। বিজ্ঞানীর ম্যানহ্যাটেন প্রজেক্ট নিয়ে ভাবনা থেকে হিরোশিমা, নাগাসাকি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল জায়গা পায় আদিত্যর রচনার শুরুর অংশে। আদিত্য, রবীন্দ্রনাথ ঠাকুরের ওই বিখ্যাত লাইনের অংশ ব্যাখ্যা করতে গিয়ে তুলে ধরেন ম্যানহ্যাটেন প্রজেক্ট ঘিরে বিজ্ঞানী ওপেনহাইমারের কথা। আবেগ আর যুক্তির টানাপোড়েনের দিকটি তুলে ধরে তিনি ব্যাখ্যা করেন অংশটি। তবে নেটিজেনরা অনেকেই প্রশ্ন তুলছেন, এমন রচনার টপিকের তাৎপর্য কী, তা নিয়ে। এদিকে, অনেকেই সাধুবাদ জানাচ্ছেন, রচনার এই বিষয়বস্তুকে। এরই মাঝে ভাইরাল হয়ে গিয়েছে আদিত্য শ্রীবাস্তবের লেখা অংশটি।

    যদিও সেই টেস্টের উত্তরপত্র আদিত্যরই কিনা, তা নিয়ে নিশ্চিত বার্তা এখনও আসনি। এদিকে, সদ্য ইউটিউবে রাউস আইএএস অ্যাকাডেমির অংশ উঠে এসেছে। সেখানে আইআইটি কানপুরের এই প্রাক্তনীকে প্রশ্ন করা হয়েছে উচ্চবেতনের গোল্ডম্যান স্যাচের চাকরি ছেড়ে কেন তিনি দেশে এমন কঠিন চাকরির চ্যালেঞ্জকে বেছে নিলেন? আদিত্য বলছেন, গোল্ডম্যান স্যাচেতে কে পার্টনার হিসাবে কাজ করেছে, সেটা কেউ মনে রাখে না, মনে রাখে টিএন সেশন কে ছিলেন, সেটা।

     

     

     

     

     

     

     

     

     

     

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)