• Kolkata News : কসবায় ২৫ তলা থেকে পড়ে ছাত্রীর রহস্যমৃত্যু, দুর্ঘটনা না আত্মহত্যা? তদন্তে পুলিশ
    এই সময় | ২২ এপ্রিল ২০২৪
  • শহর কলকাতায় বহুতল থেকে পড়ে ছাত্রীর রহস্য মৃত্যু। মৃতার নাম তমান্না হিরাওয়াত। বয়স ১৯ বছর। ঘটনাটি ঘটেছে কলকাতার কসবা অঞ্চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা, না কি আত্মহত্যা, ঠিক কী কারণে ওই ছাত্রীর মৃত্য়ু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মেয়েকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার।

    ভোর রাতে ঘটে যায় ঘটনাপুলিশ সূত্রে খবর, রবিবার ভোর ৩টে ৪৫ মিনিটে ঘটনা ঘটে কসবার পিকনিক গার্ডেনের নস্করহাট রোডের একটি অ্যাপার্টমেন্টে। ৩৮ তলা ওই বিল্ডিংয়ের ২৫ তলা থেকে নীচে পড়েন তিনি। বিষয়টি নজরে আসার পর আবাসনের বাসিন্দারা ওই ছাত্রীকে প্রায় সঙ্গে সঙ্গেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে ওই ছাত্রীকে পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তমান্না সিএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। সম্প্রতি পরীক্ষাতেও বসেছিলেন। ওই আবাসনে ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। তমান্নার বাবা দীপক হিরাওয়াত থাকেন বিদেশে।আগেও আত্মহত্যার চেষ্টা ছাত্রীর?তবে ঠিক কী কারণে এই ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। কেউ কেউ বলছেন দুর্ঘটনা, তো কেউ কেউ আবার দুর্ঘটনার সম্ভাবনার কথাও বলছেন। কারণ স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানাচ্ছেন, এর আগেও একবার ওই ছাত্রী নিজের কবজি কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেক্ষেত্রে রবিবার ভোরে তিনি ২৫ তলা থেকে ঝাঁপ দিয়েছেন না কি, এটা দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। আর যদি আত্মহত্যা হয়, তাহলে কেন তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

    আবাসনজুড়ে চাঞ্চল্যউল্লেখ্য, মাস কয়েক আগে বাইপাসের ধারে মুকুন্দপুরে এক অভিজাত আবাসনের ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন এক বৃদ্ধও। জানা যায়, বাড়িতে একাই থাকতেন ওই ব্যক্তি। মানসিক অবসাদের জেরেই চরম ওই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন বলে জানা যায়। নিরাপত্তারক্ষীরা আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে পয়েছেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। তাঁকে উদ্ধার করে এনআরএস-এ নিয়ে যায় পুলিশ। সেখানেই ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই এবার ঘটে গেলে তমান্না হিরাওয়ানের রহস্যমৃত্যুর ঘটনা। এই ঘটনার জেরে গোটা আবাসনজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।
  • Link to this news (এই সময়)