Pakistan: মিরাকল! একসঙ্গে ৬ সন্তান প্রসব পাক মহিলার, কোলে চার পুত্র-দুই কন্যা
এই সময় | ২২ এপ্রিল ২০২৪
একটি বা দুটি নয়, একসঙ্গে ছায় সন্তানের জন্ম দিলেন পাকিস্তানের এক মহিলা। একটি প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ এপ্রিল চার পুত্র এবং দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন জিনাত ওয়াহিদ। এক ঘণ্টার মধ্যে ছয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি। পুত্র এবং কন্যা সন্তানদের পেয়ে আনন্দে আত্মহারা ওয়াহিদের পরিবার।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রসবযন্ত্রণা ওঠায় ওয়াহিদাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জাফর জানিয়েছেন, মা এবং তাঁর সন্তানেরা প্রত্যেকেই ভালো আছেন। হাসপাতাল সুপার ফরজানা জানিয়েছেন, সদ্যোজাতদের ইনকিবিটরে রাখা হয়েছে। একসঙ্গে এতগুলি সন্তানের জন্ম দেওয়ার ঘটনা খুবই বিরল। ৪৫ লাখের মধ্যে একজনের হয় বলে মত চিকিৎসকদের।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্যোজাতদের ইনকিউবিটারে রাখা হলেও তারা প্রত্যেকেই সুস্থ আছেন। হাসাপাতালু সূত্রে জানানো হয়েছে যে অস্ত্রোপচারের সময় বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু তা সামলে নেওয়া হয়। ওয়াহিদা এবং তাঁর সন্তানেরা কেমন থাকছে তা পর্যবেক্ষণের জন্য একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসাপাতাল সুপার। তবে ওয়াহিদার কিছু শারীরিক সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আপাতত সেগুলির চিকিৎসা চলছে। খুব শীঘ্রই সেই সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। এটি একটি বড় সাফল্য বলে দাবি করেছেন হাসপাতাল সুপার।
সাতাশ বছর বয়সী ওয়াহিদা পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে শিশুর জন্ম দিয়েছে। শিশুদের প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাদের প্রত্যেকের ওজন দুই পাউন্ডের কম বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পরিসংখ্যান বলছে এত বেশি সংখ্যক শিশুর জীবিত জন্ম বিরল ঘটনা। সেক্সটুপ্লেটের জন্ম প্রতি ৪.৫ মিলিয়ন গর্ভাবস্থার মধ্যে মাত্র একটি ক্ষেত্রে ঘটতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এটি হয় একাদিক গর্ভাবস্থায় অর্থাৎ য়েখানে একজন মহিলা একই সময়ে দুই বা ততোধিক ভ্রূণ নিয়ে গর্ভবতী হন। তিন বা তার বেশি সংখ্যক ভ্রূণ জড়িত গর্ভধারণ অত্যন্ত বিরল। এগুলি একক গর্ভধারণের তুলনায় জটিল এবং উচ্চ ঝুঁকি সম্পন্ন। IVF এর মতো পদ্ধতি ব্যবহার করার ফলে সাম্প্রতিক বছরগুলিতে একাধিক জন্ম আরও সাধারণ হয়ে উঠেছে। এই সংক্রান্ত বিভিন্ন ধরণের ওযুধ একাধিক গর্ভধারণের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয় কারণ এই সব ওযুধগুলি ডিম্বাশয়কে অনেকগুলি ডিম উৎপাদন করতে উদ্দীপিত করে।
সেক্সটুপ্লেটের প্রথম বেঁচে থাকা সেটটি ১৯৭৪ সালে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিল।