Tirupati Balaji Temple : বিশ্বের ধনীতম মন্দির! তিরুপতিতে ভক্তদের নগদ দান ১৮৮১৮ কোটি টাকা
এই সময় | ২২ এপ্রিল ২০২৪
বিশ্বের সবচেয়ে ধনী হিন্দু মন্দি ট্রাস্ট এ দেশের তিরুমালা তিরুপতি দেবস্থানম। রেকর্ড গড়ল তিরুপতি মন্দির। চলতি বছর এখনও পর্যন্ত ট্রাস্টের নামে ফিক্সড ডিপোজিট জমা পড়েছে ১ হাজার ১৬১ কোটি টাকা। ২০২৪ সালের এই পরিসংখ্যান পিছনে ফেলে দিয়েছে গত ১২ বছরের সমস্ত হিসেব।তিরুমালা তিরুপতি দেবস্থানমের তত্ত্বাবধানেই রক্ষণাবেক্ষণ হয় ভগবান ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরের। প্রতি বছর দেশ-বিদেশ থেকে কোটি কোটি ভক্ত এই মন্দিরে পুজো দিতে ছুটে আসেন।
তিরুমালা তিরুপতি দেবস্থানম একমাত্র মন্দির ট্রাস্ট যারা প্রতিবছর ৫০০ কোটি টাকার বেশি ফিক্সড ডিপোজিট জমা করে। বিগত ১২ বছরের মধ্যে মাত্র তিনবার ৫০০ কোটি টাকার নীচে নেমেছিল বার্ষিক ফিক্সড ডিপোজিটের পরিমাণ।
২০১২ সাল পর্যন্ত তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্টের নামে জমা পড়া মোট ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৪ হাজার ৮২০ কোটি টাকা। ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৬৭ কোটি টাকা। দেশের মধ্যে যা সর্বাধিক।
কোন বছর কত টাকার ফিক্সড ডিপোজিট জমা পড়েছে?বছরটাকা২০১৩৬০৮ কোটি২০১৪৯৭০ কোটি২০১৫৯৬১ কোটি২০১৬১ হাজার ১৫৩ কোটি২০১৭৭৭৪ কোটি২০১৮৫০১ কোটি২০১৯২৮৫ কোটি২০২০৭৫৩ কোটি২০২১২৭০ কোটি২০২২২৭৪ কোটি২০২৩৭৫৭ কোটি২০২৪১ হাজার ১৬১ কোটি২০২১ এবং ২০২২ সালে কোডিভ অতিমারির জেরে কিছুটা হলেও কমেছিল দানের পরিমাণ। তবে এখনও পর্যন্ত তিরুমালা তিরুপতি দেবস্থানমের ট্রাস্টের নামে জমা পড়া ফিক্সড ডিপোজিটের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ২৮৭ কোটি টাকা। কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে অসংখ্য ভক্তের তরফে ৫ হাজার ৫২৯ কোটি টাকা নগদ দানও জমা পড়েছে। ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত ট্রাস্টের কাছে নগদ রয়েছে ১৮ হাজার ৮১৭ কোটি টাকা। যা তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্টের ইতিহাসে সর্বাধিক।
এমনিতে তিরুপতি ট্রাস্টের বার্ষিক আয় ১ হাজার ৬০০ কোটি টাকা। যা ফিক্সড ডিপোজিটের সুদ থেকে আসে। পাশাপাশি, তিরুমালা তিরুপতি দেবস্থানমের নামে ব্যাঙ্কে জমা থাকা সোনার পরিমাণ ১১ হাজার ৩২৯ কেজি। সম্প্রতি ১ হাজার ৩১ কেজির সোনা জমা পড়েছে তিরুপতি মন্দিরের নামে। যা আরও একটি রেকর্ড।