১৯ এপ্রিল ভোট ছিল মহারাষ্ট্রের নাগপুরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে দাবি করা হয়েছে নাগপুরে ভোটগ্রহণের সময় একটি বুথে এক ব্যক্তি ইভিএম-এ কালি ছুড়েছেন। দাবি করা হয়েছে, প্রথম দফার নির্বাচনেই ঘটেছে এ ঘটনা। ফেসবুকেও শেয়ার হয়েছে ওই ভিডিয়ো। সত্য়ি কি তাই? ফ্যাক্ট চেকে উঠে এল আসল ঘটনা।কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে?
ভাইরাল ভিডিয়োটিত দেখা যাচ্ছে একটি বুথে নীল কালি ছেটানো হয়েছে ইভিএম মেশিনের উপর। ইভিএম মেশিনের নীচে চিৎকার করছেন একজন। 'ইভিএম মেশিন চলবে না। ইভিএম মেশিন পুড়িয়ে দাও'-এর মতো স্লোগান দিতে দেখা যায় তাঁকে। বুথে ওই ব্যক্তিকে স্লোগান ও বিশৃঙ্খলা তৈরি করতে দেখে ছুটে আসনে উপস্থিত পুলিশ কর্মীরা। তাঁরা ওই ব্যক্তির হাত-পা ধরে জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলেন।
ফেসবুকে এই ভিডিয়োটি শেয়ার করার সময় একজন ব্যক্তি লিখেছেন, 'বড় ব্রেকিং নিউজ; নাগপুর শহরে এক যুবক ইভিএম মেশিনে কালি ছুড়েছেন ও ইভিএম-এর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।
ফ্যাক্ট চেক- অনুসন্ধান
বিষয়টি অনুসন্ধান চালায় আজতক। আজতকের ফ্য়াক্ট চেকের মাধ্যমে দেখা গিয়েছে ভিডিয়োটি এবারের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের সময় নয়। এটি একটি পুরনো ভিডিয়ো। ২০১৯ সালে মহারাষ্ট্রে ঘটা একটি পুরনো ভিডিয়ো যা লোকসভা নির্বাচনের আবহে ভুয়ো দাবিতে শেয়ার করা হয়েছে।
কী ভাবে উঠে এল সত্যিটা?
ভিডিয়ো সত্যি কিনা তা জানতে অনুসন্ধান করার সময়, এই ভিডিয়োটি সম্পর্কে অক্টোবর ২০১৯ সালে প্রকাশিত কিছু খবর পাওয়া যায়, যাতে ভাইরাল ভিডিয়োটির একটি স্ক্রিনশট রয়েছে৷ এই ঘটনাটি ২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় একটি ভোট কেন্দ্রে ঘটেছিল। ভিডিওতে দেখা ব্যক্তিটি হলেন বহুজন সমাজ পার্টির নেতা সুনীল খাম্বে, যিনি থানে একটি ভোট কেন্দ্রে গিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে কালি ছুড়েছিলেন।
আজতক-এর প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে ২১ অক্টোবর থানে শহরের সিভিল হাসপাতালের কাছে একটি ভোট কেন্দ্রে। বিএসপি নেতা সুনীল খাম্বে, ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে, একটি ইভিএমে কালি ছুড়ে দেন এবং ইভিএম মেশিনের বিরুদ্ধে ভোট গ্রহণের বিরুদ্ধে স্লোগানতোলেন। তা দেখে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তাঁকে আটক করে। সেই সময়, সংবাদ সংস্থা 'এএনআই' ভাইরাল ভিডিওটির দীর্ঘ সংস্করণ টুইট করেছিল এবং এটি সম্পর্কে খবরও প্রকাশ করেছিল।
সিদ্ধান্ত
অনুসন্ধানের পর এটাই প্রমাণিত হয় যে দাবিতে বর্তমানে ভিডিয়োটি ছড়ানো হচ্ছে তা মিথ্য়া। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ২০১৯-এর সময় ঘটা ঘটনাকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সঙ্গে যুক্ত করে একজন ব্যক্তির ইভিএমে কালি ছোড়ার ঘটনার একটি প্রায় পাঁচ বছরের পুরনো ভিডিয়ো ছড়ানো হচ্ছে সোশ্য়াল মিডিয়ায়।
(This story was originally published by Aajtak and Translated And Edited by Ei Samay Digital as part of the Shakti Collective.)