• এনার্জির উৎস নিয়ে ঠিক কী বললেন মহুয়া? জানুন আসল সত্য
    এই সময় | ২২ এপ্রিল ২০২৪
  • সম্প্রতি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে তৃণমূল প্রার্থীকে তাঁর এনার্জির উৎস নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরও দেন তিনি। মহুয়ার সেই উত্তর দেওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং সেখানে দাবি করা হয় নিজের এনার্জির উৎসব হিসেবে 'সেক্স'-এর কথা বলেছেন তিনি। যদিও সংবাদমাধ্যম বুম সেই ভিডিয়োর ফ্যাক্ট চেক করে জানতে পারে, মহুয়া সেক্স না 'এগস', অর্থাৎ ডিমের কথা বলেছেন।ভিডিয়ো ভাইরাল করে কী দাবি করা হয়?দ্য ডেমোক্রেটিক আই (মোদী কা পরিবার) নামক একটি এক্স হ্যান্ডেল থেকে ১২ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করা হয় এবং ওই ভিডিয়োতে দাবি করা হয়, 'Dear Bengali Voters, is this the kind of MP you want to represent, your Sonar Bangla? Yes u heard it Right. "Sex" is the source of Mahua Moitra's Energy. New Low.'এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'প্রিয় বাঙালি ভোটার, আপনারা কি সোনার বাংলার প্রতিনিধিত্ব করার জন্য এমন সাংসদই চান? হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন। সেক্স হল মহুয়া মৈত্রের এনার্জির উৎস।'

    ভাইরাল ভিডিয়োর স্ক্রিনশট

    কী ভাবে জানা যায় আসল সত্য?বুম ভিডিয়োটির সত্যতা যাচাই করার জন্য মহুয়া মৈত্রের সঙ্গে কথা বলে। মহুয়া জানান, ভাইরাল ভিডিয়োয় যা দাবি করা হয়েছে তা মিথ্যা। এছাড়া মহুয়ার উত্তর স্পষ্টভাবে শোনার জন্য বুম ভিডিয়োটির গতিও কমিয়ে দেয়। আর তাতেই বোঝা যায় যে মহুয়া 'সেক্স' নয় 'এগস' বলেছেন। পাশাপাশি ভিডিয়োতে একটি সংবাদমাধ্যমে ওয়াটারমার্কও দেখতে পায় বুম।

    এরপর বুমের তরফে ওই সংবাদমাধ্যমরে ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ সাক্ষাৎকারটির জন্য সার্চ করে। তাতে দেখা যায় ১৩ এপ্রিল ২০২৪ তারিখে সেটি আপলোড করা হয়েছে। ভাইরাল ভিডিয়োর সঙ্গে ওই ইউটিউব চ্যানেলের ওই ভিডিয়োর একটি অংশ মিলে যায়। আর সেখানে মহুয়াকে তাঁর এনার্জির উৎস নিয়ে জানতে চাইলে স্পষ্ট 'এগস' বলতে শোনা যায়।

    সংবাদিকের এক্স হ্যান্ডেলে পোস্টের স্ক্রিনশট

    এছাড়াও যে সাংবাদিক মহুয়ার সাক্ষাৎকারটি নিয়েছিলেন, তিনিও নিজের এক্স অ্যাকাউন্টে ১৮ এপ্রিল ২০২৪ তারিখে একটি পোস্ট করেন। আর সেই পোস্টে তিনি স্পষ্ট করে দেন যে তাঁর প্রশ্নের উত্তরে মহুয়া 'এগস' অর্থাৎ ডিম বলেছিলেন। এই সমস্ত বিষয় থেকেই বুম এই সিদ্ধান্ত উপনীত হয় যে ওই ভাইরাল ভিডিয়োয় যা দাবি করা হয়েছে তা সত্য নয়।

    (This story was originally published by BOOM and translated and edited by Ei Samay Digital as part of the Shakti Collective)
  • Link to this news (এই সময়)