Mamata Banerjee: জেলা কমিটির বৈঠকে আচমকা হাজির মুখ্যমন্ত্রী, ভোটের আগে কী বার্তা দলীয় কর্মীদের?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ এপ্রিল ২০২৪
মালদায় তৃণমূলের জেলা কমিটির বৈঠকে আচমকায় চলে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জননেত্রীকে সামনে দেখেই সভা কক্ষে রীতিমতো দলের জেলা নেতৃত্বের মধ্যে হুলস্থুল পড়ে যায়। লোকসভা নির্বাচনের মুখে মালদার দুই কেন্দ্রের প্রার্থীদের নিয়েই রবিবার বিকাল পাঁচটায় তৃণমূলের জেলা নেতৃত্ব গোপন বৈঠকের আয়োজন করেছিল। আর সাড়ে পাঁচটায় হঠাৎ করেই মালদা শহরের টাউন হলেই তৃণমূলের সেই আভ্যন্তরীণ নির্বাচনী বৈঠকেই প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।