পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এমনই দাবি তুলে শোরগোল ফেলে দিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রবিবার তমলুকের সভা থেকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে পারেন। চুরির রানি বলেও তাঁকে কটাক্ষ করেন অভিজিৎ।