Adhir Chowdhury: বহরমপুরে হারলে কী করবেন, চ্যালেঞ্জ নিয়ে বড় কথা অধীরের, মমতাকে ‘পাল্টিকুমারী’ কটাক্ষ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ এপ্রিল ২০২৪
Adhir Chowdhury will leave politics if loose:
এক বার নয়, তিনবার! গত সাতদিনে তিনবার প্রচারে বাধা পেয়েছেন তিনি। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। শুনতে হয়েছে গো-ব্যাক স্লোগান, মেজাজ হারিয়ে ধাক্কাধাক্কিও করেছেন। চড় মারার অভিযোগও উঠেছে। সেই বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরি কি তাহলে নার্ভাস! নিজের গড় হারাতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি? রবিবার এমন বহু প্রশ্নের উত্তর দিলেন কংগ্রেস নেতা।