রাজ্যে প্রথম দফার লোকসভার ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া রাজ্যের তিনটি আসনে মোটের উপর শান্তিতেই নির্বাচন হয়েছে বলেই জানিয়েছে কমিশন। লোকসভা নির্বাচনকে সামনে এখন চলছে বিভিন্ন রাজনৈতিক দলের হাইভোল্টেজ প্রচার পর্ব। দেব থেকে জুন মালিয়া, হিরন বাদ পড়েননি কেউই। তবে, এবার তারকা প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি আলোচনায় রয়েছেন রচনা বন্দোপাধ্যায়।