Kohli angry with umpires: চলে গিয়েও মাঠে ফিরলেন আম্পায়ারকে গালি দেবেন বলে! ইডেনে কেকেআরের কাছে আউট হতেই কোহলির কাণ্ডে ঝড়
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ এপ্রিল ২০২৪
Virat Kohli against KKR at Eden Gardens:
কলকাতার ইডেন গার্ডেনে ভালো কিছু করে দেখানোর আশায় ছিলেন বিরাট কোহলি। কেকেআরের ব্যাটিংয়ের সময় দেখা যায়, তিনি বোলারকে রীতিমতো উত্তেজিত করে অনুপ্রেরণা জোগাচ্ছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিংয়ের সময়ও দেখা গেল বিরাটের সেই তুঙ্গে ওঠা মেজাজ। ওপেন করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলা শুরু করেন। দুটো ছয়, একটা চারে যখন দর্শকদের মন কেড়েছেন, তখনই আচমকা আউট হন। আর, তারপরই দেখা গেল তীব্র হতাশা থেকে মাঠেই মেজাজ হারাতে কোহলিকে। জড়িয়ে পড়লেন আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কিতেও।