Gambhir on Shah Rukh Khan: আমার জীবনের সেরা মালিক শাহরুখ-ই! গম্ভীরের সেরার সেরা প্রশংসার সার্টিফিকেট এবার কিং খানকেই
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ এপ্রিল ২০২৪
Shah rukh Khan and Gautam Gambhir:
কেকেআরের মালিক শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ দলের মেন্টর গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন, একসময় তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, শাহরুখই তাঁকে বাধা দেন। কেকেআরের মালিক শাহরুখ তাঁকে বলেন, ‘তুমি যাবে না।’