• KKR-RCB: সল্ট-শ্রেয়সে ভর করে রানের পাহাড়ে কেকেআর
    আজকাল | ২২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রানের পাহাড়ে নাইটরা। নির্ধারিত ওভারের শেষে ৬ উইকেটের বিনিময়ে ২২২ রান কেকেআরের। অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পথটা আরও কঠিন হল। রবিবাসরীয় সন্ধেয় জয় পেতে "বিরাট মিরাকেল" প্রয়োজন। ফিল সল্ট এবং শ্রেয়স আইয়ারের যুগলবন্দিতে জয়ের ফেরার রাস্তা প্রশস্ত করেন নাইটরা। টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠান ফাফ ডু"প্লেসি। শুরুতেই ইডেনে ফিল সল্ট ঝড়। লকি ফার্গুসনের প্রথম ওভারেই তুলোধোনা করেন। এক ওভারে ২৮ রান। আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান করার সুযোগ ছিল। কিন্তু একটুর জন্য হাতছাড়া হয়। ১৪ বলে ৪৮ রান করে ফেরেন নাইট ওপেনার। মারকুটে ইনিংসে ছিল ৩টি ছয়, ৭টি চার। স্ট্রাইক রেট ৩৪২.৮৫। এক কথায় অসাধারণ ব্যাটিং। এদিন রান পাননি সুনীল নারিন। মাত্র ১০ রানে আউট হন। শুরুতেই দয়ালের বলে বাঁ পায়ে চোট পান গত ম্যাচের সেঞ্চুরিয়ান। সেটাই পার্থক্য গড়ে দেয়। বিরাট কোহলির হাতে ধরা পড়েন। নাইটদের মিডল অর্ডার ফ্লপ। অঙ্গকৃষ রঘুবংশী (৩), ভেঙ্কটেশ আইয়ার (১৬) রান পায়নি। পাঁচ নম্বরে নেমে অধিনায়কোচিত ইনিংস শ্রেয়স আইয়ারের। চলতি আইপিএলের প্রথম অর্ধশতরান। ৩৬ বলে ৫০ রান করে আউট হন শ্রেয়স।‌ ইনিংসে ছিল ১টি ছয়, ৭টি চার। বাউন্ডারিতে ডু"প্লেসির দুর্দান্ত ক্যাচে ফেরেন। বড় রান করার মঞ্চ তৈরি ছিল রিঙ্কু সিংয়ের। কিন্তু সুযোগ হাতছাড়া করেন। ছক্কা, চার হাঁকিয়ে শুরুটা করলেও ১৬ বলে ২৪ রানে ফেরেন রিঙ্কু। শেষদিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেন আন্দ্রে রাসেল (২৭) এবং রমনদীপ সিং (২৪)। আট নম্বরে নেমে দুটো ছক্কা এবং চারে সংক্ষিপ্ত মারকুটে ইনিংস দ্বিতীয়জনের। শেষ দু"ওভারে ৩৬ রান যোগ হয়। ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে নাইটদের রান ২২২। ছবি: অভিষেক চক্রবর্তী
  • Link to this news (আজকাল)