• KKR-RCB: বেগুনি ঢেউয়ের মধ্যেও ইডেনের দখল নিলেন কোহলি
    আজকাল | ২২ এপ্রিল ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী: রবিবারের ভরদুপুর। কাঠফাটা রোদ। তাপপ্রবাহ উপেক্ষা করে ইডেন ভরায় কলকাতার ক্রিকেটভক্তরা। কানায় কানায় ভর্তি ক্রিকেটের নন্দনকানন। ম্যাচ শুরু হওয়ার কথা সাড়ে তিনটেয়।‌ কিন্তু বিরাট কোহলির সবটুকু পাওয়ার জন্য দুপুর দেড়টা থেকেই আসন ভরতে শুরু করে। ঠিক ১.৪৫ মিনিটে ব্যাট হাতে নামেন কোহলি। উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। এল ব্লকের সামনে প্র্যাকটিস পিচে থ্রো ডাউন চলে। তার আগে পিচ পর্যবেক্ষণ করেন ভারতীয় ক্রিকেটের রাজা। ইডেনে নীল ঢেউয়ে ভাগ বসায় লাল। সুনীল নারিনের ক্যাচ বিরাট তালুবন্দি করতেই উত্তেজিত গ্যালারি। মুহূর্তের জন্য মনে হয়, ইডেন নয়, ম্যাচটা হচ্ছে চিন্নস্বামীতে। বিরাট, বিরাট ধ্বনিতে মুখরিত ইডেন। আরসিবির নামেও ছিল জয়ধ্বনি। এদিন যেন কোহলির সমর্থনে ছিলেন বরুণদেবও। কেকেআরের তৃতীয় উইকেট পড়ার পর আকাশ ঢেকে যায় মেঘে। বয়ে আনে কিছুটা স্বস্তি। আরামদায়ক পরিবেশ। কোহলির দিনেও গ্যালারিতে খোঁজ মিলল এক রিঙ্কু ভক্তের। সুদূর বাঁকুড়া থেকে কেকেআর-আরসিবি ম্যাচ দেখতে এসেছেন শিব শঙ্কর নাথ। বাড়ি থেকে ট্রেন স্টেশনের দূরত্ব ৩৬ কিলোমিটার। তারওপর বাঁকুড়ার গরম। কুছ পরোয়া নেহি। সবকিছু উপেক্ষা করে পাঁচ হাজার টাকা দিয়ে ক্লাব হাউজে আপার টিয়ারের টিকিট কাটেন বছর সাতাশের যুবক। রিঙ্কুর ফ্যান তো অনেকেই, কিন্তু তাঁর অভিনবত্ব কোথায়? পোশাকে। পুরো গায়ে বেগুনি রঙের পেন্ট। বুকে লেখা রিঙ্কু। তার নীচে নাইট তারকার জার্সি নাম্বার ৩৫। মুখের অর্ধেকটা বেগুনি, অর্ধেক সোনালী। হলুদ ধুতি। দু"হাতের পাতায় ভারতের পতাকার ট্রাইকালার। মাথায় নীল হ্যাট। পিঠে লেখা নিজের নাম, শঙ্কর। তার নীচে কেকেআর। পুরো নাইটদের থিম কালারে নিজেকে সাজান। তিন বছর ধরে ইডেনে আইপিএল দেখছেন। গৌতম গম্ভীরের ভক্ত ছিলেন। সেখান থেকে শিফট করেন রিঙ্কুতে। প্রিয় তারকার আরও একটি বিধ্বংসী ইনিংস দেখতে বাঁকুড়া থেকে ছুটে এসেছেন কলকাতায়। তবে জিজির কামব্যাকে ট্রফি দেখছেন নাইট ভক্ত। শিব শঙ্কর বলেন, "গম্ভীরের অন্ধ ভক্ত ছিলাম। এখনও আছি। তবে গম্ভীর তো আর খেলে না। কিন্তু মেন্টর হিসেবে দুর্দান্ত। উনি না থাকলে নারিনকে দিয়ে একটানা ওপেন করানো হতো না। শতরানও আসতো না। গম্ভীর মাস্টারমাইন্ড। তবে রিঙ্কুও দারুণ। আশা করছি আজকে রান পাবে।" কিন্তু আশা পূর্ণ হয়নি নাইট ভক্তের। শুরুটা ভাল করেও ২৪ রানে ফেরেন নাইটদের তারকা ফিনিশার। 
  • Link to this news (আজকাল)